মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের পোশাকশিল্পের ইইউয়ের বাজার জয়

news-image

আব্দুল্লাহ কাফি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানিতে চমক দেখিয়েছে বাংলাদেশ। এই বাজারে গত দশ বছরে বাংলাদেশ পোশাক রপ্তানি করেছে ৫৮ দশমিক ৪৫ শতাংশ। এ সময় বাজারটিতে চীনের রপ্তানি কমেছে ৪ দশমিক ১৪ শতাংশ। সে হিসাবে গত এক দশকে ইইউ হয়ে উঠেছে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম প্রধান বাজার। নানা সংকটের মধ্যেও রপ্তানির প্রবৃদ্ধির ধারা অব্যাহতের নেপথ্যে উল্লেখযোগ্য কারণ ছিল শ্রমমূল্য কম, জিরো শুল্ক ও পরিবেশবান্ধব পোশাক কারখানা। এই তিন কারণেই বাংলাদেশ বৈশি^ক মহামারী করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কাসহ নানা সংকট কাটিয়ে উঠতে পেরেছে- এমনটাই বলছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা।

রপ্তানির এই ধারা অব্যাহত রাখতে লজিস্টিক সাপোর্ট জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ^ব্যাংকের ঢাকা আবাসিক মিশনের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। আর বাংলাদেশ নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম মনে করেন, রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনে অগ্নিকা-ের পর দেশের পোশাক খাতে আমূল পরিবর্তন এসেছে। এ কারণেই ক্রেতারা বাংলাদেশের ওপর আস্থা রেখেছে।

ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য বলছে, ২০১৫ সালে যেখানে বাংলাদেশ থেকে ইইউতে ১১.৫৪ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রপ্তানি হয়েছিল, ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ১৮.২৮ বিলিয়ন ইউরোতে। এ সময় ইউরোপের সামগ্রিক পোশাক আমদানি বেড়েছে মাত্র ২০.৪৭ শতাংশ। প্রতিবেদনের তথ্যানুযায়ী ইউরোপে বাংলাদেশের পণ্যের চাহিদা বেড়েছে এবং দেশটি ক্রমে গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠছে।

বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশ এখন কম দামি পোশাকের পাশাপাশি অনেক দামি পোশাকও উৎপাদন করে। পরিবেশকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ পরিবেশবান্ধব কারখানা ও শ্রমিকদের অধিকার নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যে কারণে ইউরোপের বাজারে রপ্তানির ধারা অব্যাহত রাখা গেছে।

ইউরোস্ট্যাটের তথ্য বলছে, ইউরোপের বাজারে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে পাকিস্তানের। এই বাজারে পাকিস্তানের পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে ৯৯ দশমিক ৬৪ শতাংশ। এ ছাড়া বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে গেল দশ বছরে ইউরোপে পোশাক রপ্তানিতে তুর্কির প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৬০ শতাংশ, ভারতের হয়েছে ৭ দশমিক ১০ শতাংশ, ভিয়েতনামের হয়েছে ৭১ দশমিক ৭৯ শতাংশ, কম্বোডিয়ার হয়েছে ৭৩ দশমিক ৩০ শতাংশ এবং শ্রীলঙ্কার রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে ৪০ দশমিক ৫০ শতাংশ। আর সবচেয়ে নেতিবাচক অবস্থায় রয়েছে ইন্দোনেশিয়া। ইউরোপের বাজারে দেশটির রপ্তানি কমেছে ১৯ দশমিক ৪১ শতাংশ।

২০১৯ সালে বাংলাদেশ ইউরোপে রপ্তানি করে ১৪.৯৬ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক। তবে পরের বছর কোভিড ১৯-এর প্রভাবে তা কমে দাঁড়ায় ১২.৩২ বিলিয়ন ইউরোতে। হ্রাসের হার ছিল ১৭.৬৪ শতাংশ। অবশ্য সেখানে থেমে থাকেনি বাংলাদেশ। পরবর্তী চার বছরে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের রপ্তানি বেড়েছে ৪৮.৩৪ শতাংশ, যা ইউরোপের পোশাক আমদানি বৃদ্ধির চেয়ে দ্বিগুণ। অবশ্য ২০২০ সালে ইউরোপের মোট পোশাক আমদানি কমে গিয়েছিল ১৪.৩১ শতাংশ। পরে ২০২৪ সালে তা পুনরায় ঘুরে দাঁড়িয়ে পৌঁছে ৮৫.৫৬ বিলিয়ন ইউরোতে।

বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব পোশাক কারখানার দেশ। বর্তমানে দেশে দুইশর বেশি গ্রিন ফ্যাক্টরি রয়েছে, যার অনেকগুলোই বিশ্বের সেরা গ্রিন বিল্ডিং সার্টিফিকেট অর্জন করেছে।

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আমাদের সময়কে বলেন, আগামী ২০২৯ সালে ফ্রি শুল্ক থাকবে না। তখন ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক দিয়ে এই সুবিধাজনক অবস্থানে থাকা যাবে কিনা, এ নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, টেকসই পলিসি হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা। তবে এই বৃদ্ধি করতে গেলে যেসব লজেস্টিক সাপোর্ট থাকা দরকার সেগুলো আমাদের পর্যাপ্ত নেই। এই সাপোর্টগুলো আমাদের প্রয়োজন। যেমন- যোগাযোগব্যবস্থা, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ, আইসিটি, বন্দরে ডিপো জট, ব্যাংক, কাস্টমস ও বিনিয়োগ বড় বাধা।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম আমাদের সময়কে বলেন, বিশে^র সবচেয়ে উন্নত প্রযুক্তি ও উন্নত মেশিনারিজ বাংলাদেশের পোশাক কারখানায় রয়েছে। এ ছাড়াও বিশ^বাজারে পরিবেশের গুরুত্ব বুঝে পরিবেশবান্ধব সবুজ কারখানা তৈরি করছেন উদ্যোক্তারা। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রানা প্লাজা ধস ও তাজরিন ফ্যাশনে অগ্নিকা-ের পরে বাংলাদেশের পোশাক কারখানাগুলো কমপ্লায়েন্স হয়েছে। এজন্য ক্রেতারা আকৃষ্ট হয়েছেন, আমাদের ছেড়ে যায়নি। তবে এখন নতুন চ্যালেঞ্জ হচ্ছে, প্রতিযোগী দেশগুলোর তুলনায় ক্রেতারা অন্যায্যভাবে আমাদের দামে ১০ থেকে ১৫ শতাংশ কম দিতে চায়। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে দাম দিলে আন্তর্জাতিক বাজারে আমাদের টিকে থাকা কঠিন হবে।

 

এ জাতীয় আরও খবর

সাত্তার বকশের কাছে হার মানল স্টারবাকস

ভারতে ওয়াকফ সংশোধনী আইনের একাধিক ধারা স্থগিত

মিমি চক্রবর্তীকে ইডির তলব

দুই মাসে ১৭৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ভোজ্য তেলে উৎসে কর বাড়ালো সরকার

চীনা অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত এগোচ্ছে, আসছে কারিগরি দল

ক্যান্টিন-দোকানে ভিপি-জিএসদের জরিমানা, প্রশাসন বলছে ‘নিয়ম নেই’

বন্দরের বাড়তি মাশুল রপ্তানিমুখী পোশাক শিল্পের ‘অশনিসংকেত’

মেয়াদ বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের

১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে নিয়োগ

স্ত্রী-সন্তানকে হত্যার পর ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা!

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট ও জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ