মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দীপু মনি জেলে, টিপু বিদেশে সাম্রাজ্য কার দখলে

news-image

এম এ লতিফ, চাঁদপুর
চাঁদপুরের রাজনীতি, নিয়োগ-বদলি, দরপত্র, অবৈধ বালু ব্যবসা আর উন্নয়ন প্রকল্প- সবকিছুতেই দীর্ঘদিন আধিপত্য বিস্তার করে রেখেছিলেন সাবেক মন্ত্রী দীপু মনি ও তার বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপু। শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা এই সাম্রাজ্য ভেঙে পড়লেও এর প্রভাব বর্তমানে বহমান। একাধিক মামলায় কারাগারে দীপু মনি, আর সা¤্রাজ্যের মূলহোতা টিপু রয়েছেন বিদেশে। ফলে প্রশ্ন উঠেছে- চাঁদপুরের ক্ষমতার পাল্লা এখন কার হাতে?

টিপুর সাম্রাজ্য দেখভালে তার নেতৃত্বে গড়ে ওঠে একটি চক্র। ওই চক্রের অন্যতম একজন ছিলেন ‘বালুখেকো’ সেলিম খান। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গণপিটুনিতে ছেলেসহ নিহত হন সেলিম। আর জুলাই হত্যাসহ অনেক মামলার আসামি দীপু মনি বর্তমানে কারাগারে। তবে তার সব অপকর্মের হোতা টিপু রয়ে গেছেন ধরা-ছোঁয়ার বাহিরে। গুঞ্জন রয়েছে- বিদেশে পাড়ি জমিয়েছে তিনি। অনুসন্ধানে জানা গেছে, গত ১৫ বছর বোনের ক্ষমতাবলে চাঁদপুরে একক সাম্রাজ্য গড়ে তোলেন জেআর ওয়াদুদ টিপু। যিনি নিজেও সরকারি ৪৮ একর খাসজমি দখল করে গড়ে তোলেন ‘টিপু নগর’।

দীপু-টিপুর সাম্রাজ্যে সরকারি কর্মকর্তা, বিরোধী দল, এমনকি নিজ দলের নেতা-কর্মীরাও ছিলেন অসহায়। তার বিরাগভাজন হয়ে টিকতে পারেননি চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। দীপু মনির অবৈধ নির্দেশ পালন না করায় বদলি করা হয় জেলা প্রশাসক মো. আজিম উদ্দিন বিশ্বাসকে। এমনকি অবৈধ বালু উত্তোলনের সমালোচনা করায় জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীকে পদ হারাতে হয়েছিল।

গত বছরের ১৯ আগস্ট দীপু মনিকে আটক করা হয়। এর পরের দিন ২০ আগস্ট রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম খান দীপু মনিকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। ওই মামলায় তার ভাই টিপুসহ ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়। এরপর ২৮ আগস্ট একটি মামলা করেন আহত আরেক শিক্ষার্থীর বাবা মুক্তার আহমেদ। এ মামলায় দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ, জেআর ওয়াদুদ টিপুসহ ৬০০ জনকে আসামি করা হয়। এর আগে ১৮ জুলাই রাতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মালিকানাধীন মুনিরা ভবন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আবদুর রাজ্জাক হাওলাদার নামে এক ব্যক্তি সদর মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় দীপু মনি ও তার ভাইসহ ৫১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। এর পরের দিন ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় কোটা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে আবু সায়েদ নামে একজন মারা যান। ওই মামলায়ও দীপু মনিকে আসামি করা হয়। এ ছাড়া চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। এসব মামলায় দীপু মনি ছাড়া বাকি সবাই পলাতক। এর বাহিরে ঢাকায় আরও একাধিক মামলায় দীপু মনি আসামি।

দীপু মনির পৈতৃক বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাড়িরচর গ্রামে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসনের মনোনয়ন পান দীপু মনি। সংসদ সদস্য নির্বাচিত হয়েই খুলে যায় তার ভাগ্য। প্রথমবারই পেয়ে যান পররাষ্ট্রমন্ত্রীর পদ। পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও বিজয়ী হন। গত ১১ বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

দলীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রেই দীপু মনি পর পর চার বার হয়েছেন সংসদ সদস্য ও পেয়েছেন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব। পাশাপাশি চাঁদপুরের জন্য বাগিয়ে নেন বড় বড় উন্নয়ন প্রকল্প। এর মধ্যে চাঁদপুর শহর রক্ষাসহ মেঘনা নদীর বাঁধ প্রকল্প, চাঁদপুর মেডিক্যাল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম। মেঘনা নদীর ওপর বাঁধ নির্মাণের জন্য ৬ হাজার কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়িত হলেও এর বেশির ভাগই লুটপাট করে দীপু মনি চক্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দীপু মনির ‘টাকার মেশিন’ ছিলেন চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার হাত ধরেই উত্থান হয় সেলিম খানের। তিনি মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন। অভিযোগ রয়েছে, সেলিম খানের বালুমহাল থেকে কয়েকশ কোটি টাকা ভাগ পেয়েছেন দীপু মনি ও তার ভাই টিপু।

অবৈধ বালু উত্তোলনের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরে সেলিম খানকে ২৬৭ কোটি ৩৩ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে চিঠি দেন চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ কারণে ওই ডিসিকে নেত্রকোনায় বদলি করা হয়। শুধু তা-ই নয়, বালু উত্তোলনের সমালোচনা করায় জাতীয় নদীরক্ষা কমিশনের তৎকালীন চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীও পদচ্যুত হন।

চাঁদপুরে ২০১৯ সালে শুরু হয় সরকারি মেডিক্যাল কলেজের পথচলা। কিন্তু নিজস্ব ভবন না থাকায় এর কার্যক্রম চলছে সরকারি জেনারেল হাসপাতালের একটি ভবনে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একাধিকবার শহরতলির ইসলামপুর গাছতলা এলাকায় জমি পরিদর্শন করলেও অধিগ্রহণ নিয়ে জটিলতায় প্রকল্প বাস্তবায়ন হয়নি। অভিযোগ রয়েছে, জমি অধিগ্রহণে দীপু মনি চক্রের অর্থ লোপাটের নীলনকশা প্রকাশ পাওয়ায় প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে।

অন্যদিকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প অনুমোদনের পরও বাস্তবায়িত হয়নি। অভিযোগ ওঠে, ডা. টিপু, সেলিম খানসহ দীপু মনি ঘনিষ্ঠরা প্রস্তাবিত জমির দাম কয়েক গুণ বেশি দেখিয়ে ৩৫৯ কোটি টাকা বাড়তি পকেটে ভরতে কারসাজি করেন। তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠির সূত্র ধরে এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়; যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অবশ্য দীপু মনি এই অভিযোগ অস্বীকার করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শহরের খলিশাডুলির একটি ভাড়া বাড়িতে অস্থায়ীভাবে চলছে।

দীপু মনির ভাই ডা. টিপু হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহেরচরে জালিয়াতি করে ৪৮ একর খাসজমি দখল করে গড়ে তুলেন ‘টিপু নগর’। সেখানে রয়েছে মাছের ঘের, গবাদিপশুর খামার ও সবজিবাগান। বিষয়টি জানতে পেরে তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সরকারি জমি উদ্ধারে উদ্যোগ নেন। তাতে ক্ষিপ্ত হন দীপু মনি। তার তদবির, বদলি, ঘুষ-বাণিজ্য ও অবৈধ বালু উত্তোলনের টাকার ভাগ নেওয়ার দায়িত্বও ছিল ভাই টিপুর। শিক্ষামন্ত্রী থাকাবস্থায় তদবির-বাণিজ্যে চাঁদপুরে নিয়ন্ত্রণ করতেন পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রতন কুমার আর কেন্দ্রে থাকতেন ডা. টিপু। তিনি মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদায়ন, পদোন্নতি ও বদলি-বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। তাদের গড়া বিশাল সম্পত্তি এখন অনেকটা পরিত্যক্ত হয়ে আছে।

দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, নিজের স্বার্থে দীপু মনি জেলা আওয়ামী লীগকে কয়েক ভাগে বিভক্ত করেছেন। তিনি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একাংশকে নিয়ে একক রাজত্ব কায়েম করেন। জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রথম সারির প্রায় সব নেতাই ছিলেন তার চক্ষুশূল।

 

এ জাতীয় আরও খবর

সাত্তার বকশের কাছে হার মানল স্টারবাকস

ভারতে ওয়াকফ সংশোধনী আইনের একাধিক ধারা স্থগিত

মিমি চক্রবর্তীকে ইডির তলব

দুই মাসে ১৭৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ভোজ্য তেলে উৎসে কর বাড়ালো সরকার

চীনা অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত এগোচ্ছে, আসছে কারিগরি দল

ক্যান্টিন-দোকানে ভিপি-জিএসদের জরিমানা, প্রশাসন বলছে ‘নিয়ম নেই’

বন্দরের বাড়তি মাশুল রপ্তানিমুখী পোশাক শিল্পের ‘অশনিসংকেত’

মেয়াদ বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের

১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে নিয়োগ

স্ত্রী-সন্তানকে হত্যার পর ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা!

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট ও জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ