সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একাদশ শ্রেণীতেএকজন শিক্ষার্থীও পায়নি ১৪৮ কলেজ

news-image

চলতি শিক্ষাবর্ষে সারা দেশের ১৪৮টি কলেজে একজন শিক্ষার্থীও পায়নি। এছাড়া আরও প্রায় ১৫০০ কলেজ রয়েছে ছাত্র সংকটে। এ অবস্থা এসব কলেজ কেন কোন শিক্ষার্থী ভর্তি হয়নি বা কেন কম হয়েছে তা খুঁজে বের করবে আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি। কলেজে কর্তৃপক্ষের কাছে চাওয়া হবে ব্যাখ্যা। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমন তথ্য জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক। গত ২৯শে জুন থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী ২৬শে জুলাই পর্যন্ত। গত ১লা জুলাই একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হয়েছে।  ৮টি সাধারণ বোর্ডের সঙ্গে মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৮ হাজার ৯৩৩টি কলেজে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন রয়েছে। এবার ঢাকা বোর্ডের ১৪টি কলেজ এবং কুমিল্লা বোর্ডের ৬টি কলেজে কোন শিক্ষার্থী ভর্তি হয়নি বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া রাজশাহী বোর্ডের ১৫টি, যশোর বোর্ডের ১০টি, চট্টগ্রামে ১টি, বরিশালে ১টি, সিলেটে ৫টি এবং দিনাজপুর বোর্ডের ১৬টি কলেজের একাদশ শ্রেণীতে কোন শিক্ষার্থী ভর্তি হয়নি। কারিগরি বোর্ডের অধীন ৭২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদরাসা বোর্ডের অধীনে ৮টি মাদরাসায়ও কোন শিক্ষার্থী ভর্তি হয়নি। অধ্যাপক আবু বক্কর মনে করেন, কলেজগুলোর মান ভাল না হওয়ায় সেখানে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি। অবশ্য উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে কলেজগুলোতে আসন বেশি থাকায় শিক্ষার্থীরা পছন্দের কলেজেই ভর্তি হয়েছে, এক্ষেত্রে তাদের আগ্রহ প্রাধান্য পেয়েছে বলে জানান তিনি। তবু যেসব কলেজে কোন শিক্ষার্থী ভর্তি হয়নি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে পড়ে নিহত ২

হিলিতে কাঁচা মরিচের দাম বাড়ল কেজিতে ৪০ টাকা

পা দিয়ে লিখে জিপিএ-৫, চমকে দিল রাব্বি

দেশে দুর্নীতি এক দিনে তৈরি হয়নি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

সরকার স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে : কৃষিমন্ত্রী

বনানী করবস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন হায়দার আকবর খান রনো

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল সেই তিন জনপ্রতিনিধির এসএসসির ফল

শোবিজ অঙ্গনের যোদ্ধা মায়েরা

ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে : কাদের

বিএনপি এখন অদৃশ্য শক্তির ওপর নির্ভর হয়ে পড়ছে : পররাষ্ট্রমন্ত্রী

সেন্সরবোর্ড সদস্য হলেন পূর্ণিমা