মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সত্যের বিজয় হলো; অসম্পূর্ণ কাজগুলি শেষ করতে চাই: সাইমন সাদিক

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক পদের দায়িত্বে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক। আজ সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন। নিপুণ আক্তারকে সাধুবাদ জানিয়েছেন এই চিত্রনায়ক।

হাইকোর্টের রায় স্থগিত করেছিলেন আপিল বিভাগকে স্বাগত জানিয়ে সাইমন সাদিক বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা। আজ সত্যের বিজয় হলো। আমাদের বিশ্বাস ছিল এ রায় আমাদের পক্ষেই আসবে। মাঝখানে শুধু শুধু সময়গুলি নষ্ট করলেন। অনেক অসম্পূর্ণ কাজ বাকি রয়েছে। সেই কাজগুলি করতে চাই।’

এই নায়ক বেশ ফুরফুরে মেজাজে বলেন, ‘এ আনন্দ একার না, সবার। আজ বিকাল ৩টায় এফডিসিতে সংবাদ সম্মেলন ডেকেছেন। বাকি কথা সেখানেই বলবেন বলে জানায় এই চিত্রনায়ক।’

এ ছাড়া গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এ ছাড়া এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।

এর আগে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছিলেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছিলেন আদালত। তবে আজ সবকিছুর সুরাহা হলো।

এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।