মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়নও হতে পারে: সুজন

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই দুর্বল বাংলাদেশ। তাইতো কিছুদিন আগে জিম্বাবুয়ে সফরেও এই ফরম্যাটে সিরিজ হারতে হয়েছিল। চলমান এশিয়া কাপেও বাজে খেলে বিদায় নিয়েছে টাইগাররা। গ্রুপ পর্বে দুই ম্যাচেই হেরেছে।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে কেমন করবে বাংলাদেশ। এ নিয়ে ইতিবাচক কথাই বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

মিরপুরে বুধবার সুজন সাংবাদিকদের বলেন, ‘সত্যি কথা বলতে গেলে আসলে আমরা অনেক নিচে এখনও। এর থেকে নিচে যাওয়ার জায়গা নাই। এখান থেকে আমরা একটাই কাজ, যত তাড়াতাড়ি ওপরে উঠতে পারি। সেটা কত তাড়াতাড়ি পারি, ওপরে উঠবো অবশ্যই আমরা, শক্তিশালী একটা দল হবো। হয়তো সময় নেবে। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। মেনে নিতে হবে অনেক কিছু। আমরা হারবো হয়তো এর মধ্যে, জিতবো।’

তিনি আরও বলেন, ‘সব থেকে বড় জিনিস হবে উন্নয়ন করছি কী না এই ফরম্যাটে, উন্নতি হচ্ছে কি না, ভালো ক্রিকেট খেলতে পারছি না। যেটা আমরা চাই ছেলেদের মাথায় ছড়িয়ে দিতে- আক্রমণাত্মক ও ফ্রিডম নিয়ে খেলতে চাই। যেই কথাটা সবসময় বলি, অনেকে হয়তো তাচ্ছিল্য করে। আসলে এই ফরম্যাটে দুই রকম হবে না। আপনি ফ্রিডমও দেবেন, আবার বলবেন কেন তুমি আউট হলা। প্রথম বলে আউট হতেই পারে। আমাদের এটা মেনে নিতে হবে।’

বিশ্বকাপ প্রসঙ্গে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘এটা করতে গিয়ে হয়তো নিউজিল্যান্ড ট্যুর ও বিশ্বকাপে এক-দুইটা ম্যাচেও জিততে পারবো না। আমি মনে করি আমরা যদি ম্যাচ জিতি তাহলে খুব ভাগ্যবান। জিতবো দুই-তিনটা ম্যাচ। আমাদের এখন এমন একটা অবস্থা, বলতে পারছি না…আত্মবিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমি খুব কনফিডেন্ট ছেলে সবসময়, আমি পজিটিভ থাকার চেষ্টা করি। পজিটিভ ছেলে আমিও।’

তিনি আরও বলেন, ‘আমি জিততে চাই। আমি মনে করি যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি। আমি এটা মাথায় রাখি। তবে রাস্তাটি সহজ হবে না। কঠিন অনেক। হয়তো ৬ মাস বা ১ বছর… এর মধ্যে যে অনেক বড় পরিবর্তন হয়ে যাবে, তা নয়। তবে মানসিকতার যদি বদল হয়, তাহলে অনেক খুশি হবো।’

 

এ জাতীয় আরও খবর

জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু

গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চারদিনে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ টাকা

১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সুপ্রিমকোর্টের রায়ে ইমরান খান ক্ষমতায় ফেরার আশা

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর