সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘থানায় পুলিশ বলে, লাথি দিয়ে ফেলে দেব’ (ভিডিও)

news-image

মাসুম জয় ও মিরাজুল ইসলাম
রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে থাকা সুমন শেখ নামের এক তরুণের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন।

তবে নিহতের পরিবারের সদস্যরা বলছেন ভিন্ন কথা। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে আজ শনিবার বিকেলে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেছেন তারা।

পুলিশ কর্মকর্তা বলছেন, হাজতে আসামির মৃত্যুর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের প্রহরী ও ডিউটি অফিসারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

পুলিশ জানায়, ইউনিলিভার পিওর ইট প্রতিষ্ঠানের পশ্চিম রামপুরা এলাকার শাখা থেকে ৫৩ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় গত ১৫ আগস্ট থানায় একটি মামলা হয়। মামলার পর পুলিশ সিসি টিভি ফুটেজ ধরে কাজ করে। একপর্যায়ে সিসি টিভি ফুটজে দেখে একজনকে শনাক্ত করা হয়। সেখান থেকে চুরি সম্পর্কে একজনকে সন্দেহ করা হয়। তার নাম সুমন শেখ। তিনি সেখানকার একজন কর্মচারী। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার বাসা থেকে ৩ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গতকাল বিকেল সাড়ে ৪টা-৫টার দিকে তাকে থানায় আনা হয়। থানায় তাকে নিয়ে আসার পর অভিযান চালানো হয়। পরবর্তীতে তাকে হাজতে রাখা হয়। সেখানেই রাতে তিনি আত্মহত্যা করেন।

থানার সামনে কেঁদে কেঁদে সুমন শেখের স্ত্রী আমাদের সময়কে বলেন, ‘কালকে দিনের আড়াইটা বাজে ধরেছিল। রাত ৮টা বাজে আমি তাদের অফিসে (থানা) গিয়েছিলাম। ওরে (সুমন শেখ) দুই ঘণ্টা অফিসে পিটাইছে। আমার স্বামীর সঙ্গে এক সেকেন্ডের জন্য দেখা করতে দেয়নি। পুলিশ আমারে বলে, “এখান থেকে সর, না হলে লাথি দিয়ে ফেলে দেব”।’

থানায় উপস্থিত সুমন শেখের এক আত্মীয় আমাদের সময়েকে বলেন, ‘চার-পাঁচজন মানুষের স্টেটমেন্ট নিয়ে আসামিকে ধরে এনেছে গতকাল। ধরে এনে উনাকে মেরে ফেলছে। আমরা বিচার চাই।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (তেজগাঁও বিভাগ) উপ-কমিশনার এইচ এম আজিমুল হক সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে ওসি (হাতিরঝিল থানা) আমাকে জানায়, পরনের প্যান্ট দিয়ে সে (সুমন শেখ) গলায় ফাঁস দিয়েছে। আমরা এসে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখি, রাত সাড়ে ৩টার দিকে সে নিজের পরনের প্যান্ট খুলে সিসি টিভির স্ট্যান্ডের পাশের গ্রিলের সঙ্গে আত্মহত্যা করে। এটা পুরোপুরি আমাদের ফুটেজে আছে। তারপরও যেহেতু হাজতে কী হচ্ছে, তা থানার সেন্ট্রি ও ডিউটি অফিসারের দেখার কথা ছিল, তাই তাদের সাময়িকভাবে বরখাস্ত করি।’

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় কারও অবহেলা আছে কি না, সেটা পরবর্তীতে আমরা জানাব।’

ঘটনাস্থলে উপস্থিত সুপ্রিম কোর্টের আইনজীবী মুনাজ সুলতানা মুন্নী আমাদের সময়কে বলেন, ‘আমাকে হাতিরঝিল থানা বাধার সৃষ্টি করছে। ছেলেটাকে মারার পর ওরা বলছে, আত্মহত্যা করছে। এটা হতে পারে না। একটা গরিবেরও বিচার আছে। আমি কেন এসেছি, সবাই আমাকে বাধার সৃষ্টি করেছে এবং গায়ে আঘাত করেছে। আমি গরিবের জন্য ছুটে এসেছি, এটা কী আমার অপরাধ? আমি গরিবের পাশে আছি, থাকব।’

 

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান