বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহিকে পরীক্ষা দিতে হবে!

news-image

বিনোদন প্রতিবেদক : জাজ মাল্টিমিডিয়ার আলোচিত সিনেমা ‘অগ্নি’। এর জনপ্রিয়তার কারণে একই প্রতিষ্ঠান থেকে নির্মিত হয় ‘অগ্নি-২’। দুটো সিনেমার নায়িকাই ছিলেন মাহিয়া মাহি। এবার জাজ নির্মাণ করতে যাচ্ছেন এর তৃতীয় কিস্তি। তবে আগের দুটি সিনেমায় মাহি থাকলেও এবার তাকে অডিশন দিতে হবে। এমনটাই জানালেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

কারণ মাহিকে এখন আর ‘ফিট’ মনে করছেন না তিনি। বিশেষ করে শরীর আরও ‘ফেক্সিবল’ হতে হবে। একপায়ে দাঁড়িয়ে অন্য পা মাথার ওপর তুললেই ‘পাস মার্ক’ পাবেন মাহি।

আব্দুল আজিজের বক্তব্য, ‘“অগ্নি-৩” সম্পূর্ণ একটি নতুন গল্প। ‘অগ্নি-১ ও ২’-্এর সঙ্গে এই গল্পের কোনও মিল নেই। যেহেতু সিনেমাটি হলিউড থেকে হবে, ইংরেজি ও বাংলা ভাষায় হবে, তাই অগ্নি সিনেমাটি তৈরি হবে সারা বিশ্বের দর্শকের জন্য। অগ্নি হিসেবে মাহিকে জাজেরও পছন্দ। তাই বেশকিছু দিন আগে মাহিকে অগ্নি হিসেবে তৈরি হতে বলেছিলাম, হয় নাই। হয়তো বিশ্বাস রাখতে পারে নাই যে, জাজ আবার ‘অগ্নি’ বানাবে।’’’

আব্দুল আজিজ বলেন, ‘মাহি এখনও ফিট। কিন্তু অগ্নির জন্য বডি ফিটনেস মানে নিজের এক পায়ে দাঁড়িয়ে অন্য পা মাথার ওপর তোলা। আর এই ফিটনেস মাহির নেই। যাকে অগ্নি হিসেবে নেওয়া হবে, তাকে অবশ্যই এই ফিটনেস থাকতে হবে; অগ্নি হিসেবে সাইন করার আগেই।’

আজিজ আরও বলেন, ‘‘বয়স হয়েছে মানে নয় যে মাহির অনেক বয়স। মাহি যখন প্রথম ‘অগ্নি’ করেন তার বয়স ছিল ১৮-১৯ । আমাদেরও এমন বয়সের অগ্নি দরকার। যে টিনএজ, কলেজে পড়ে। কিন্তু বর্তমানে মাহির বয়স ২৬-২৭। হয়তো মাহি, জিম করে স্লিম হয়ে হেয়ার স্টাইল চেঞ্জ করে, বয়স কমতে পারবেন। কিন্তু বডি ফ্লেক্সিবল করতে পারবেন না। যেটা অগ্নির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে মাহি যদি নিজেকে ফিট মনে করেন, তবে অডিশন দিতে পারে।’

‘অগ্নি’র নতুন কিস্তিতে নায়িকা হিসেবে পূজা চেরিকে নেওয়ার বিষয়ে এই প্রযোজকের মন্তব্য, ‘হ্যাঁ, আমরা পূজাকে অগ্নি বানানোর জন্য জাজ প্রশিক্ষক রেখে তার বডি ফ্লেক্সিবল করেছিল। নিয়মিত জিম করত। নিজেকে ফিট রাখত। কিন্তু হঠাৎ করে অন্য কারো বুদ্ধি শুনে, নিজের ওজন বাড়ায় বডি ফিটনেস নষ্ট করে। তাই পূজাকে অগ্নি হিসাবে নেওয়া হচ্ছে না।’

এদিকে সম্প্রতি জাজ শেষ করেছে তাদের হলিউড প্রজেক্ট ‘এমআর-নাইন’। এরপরই ‘অগ্নি ৩’ তৈরির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এটিও হবে হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায়।

 

এ জাতীয় আরও খবর

সরাইলে জমি সংক্রান্ত বিরোধ, হত্যা মামলার ১২ আসামী গ্রেফতার

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি