সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ের চূড়ায় নগ্ন হয়ে ছবি তোলায় জেল

news-image

মালয়েশিয়ার একটি পাহাড় চূড়ায় উঠে নগ্ন হয়ে ছবি তোলার দায়ে চারজন বিদেশী পর্যটককে দেশটির একটি আদালত আজ তিনদিনের সাজা এবং জরিমানা করেছে।

এর আগে আদালতে এরা স্বীকার করে যে তারা স্থানীয়দের কাছে পবিত্র বলে বিবেচিত কিনাবালু পাহাড়ে নগ্ন হয়ে ছবি তুলেছিল।

বিদেশী পর্যটকদের এই আচরণে মালয়েশিয়ার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের অনেকের বিশ্বাস পর্যটকদের এই কাণ্ডের কারণেই সেখানে কয়েকদিন পরে এক ভূমিকম্প হয়েছিল।

এদের মধ্যে একজন ব্রিটিশ, দু’জন কানাডার এবং অন্যজন ডাচ নাগরিক।

এরাসহ আরো ছ’জনের একটি দল ওই পাহাড়ের ওপর উঠে ছবি তুলেছিলো। আর ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পের জন্যে দায়ী করা হয়েছিলো এই ছবি তোলার ঘটনাকে।

এই চারজনই কোটা কিনাবালু ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের অপরাধ স্বীকার করেছেন তবে সরকারি কৌঁসুলিদের পক্ষ থেকে আনা আরো কিছু অভিযোগ তারা অস্বীকার করেছেন।

কৌঁসুলির বলছেন, সূর্যোদয় উপভোগ করার জন্যে এই গ্রুপটি গত ৩০শে মে মাউন্ট কিনাবালুর চূড়ায় উঠেছিলো।

নেমে আসার আগে তারা একজন আরেকজনকে কাপড় খুলে নগ্ন হতে বলে। কিন্তু স্থানীয় গাইড তাতে আপত্তি জানায়। তাদেরকে বলা হয় যে এই আচরণ যথাযথ হবে না। তখন ওই গাইডকে ‘চুপ কর’, ‘জাহান্নামে যাও’ বলে গালাগাল করা হয়েছে বলে কৌঁসুলির অভিযোগ করেছেন।

বিচারক জানতে চান এসব অভিযোগ সত্য কীনা তখন তাদের কেউ কেউ মাথা নেড়ে সত্যতা স্বীকার করেন।

এই খবরটি কভার করতে বহু সংবাদকর্মী আদালতের সামনে উপস্থিত ছিলেন। অভিযুক্তরা তখন মুখ ঢেকে আদালতে আসেন।

বিবিসির সংবাদদাতা বলছেন, এই ঘটনায় সাধারণ লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে কারণ তাদের অনেকেই বিশ্বাস করেন যে মাউন্ট কিনাবালু একটি পবিত্র পর্বত।

তারা মনে করেন যে মানুষের মৃত্যুর পর তার আত্মা ওই চূড়াতে বিশ্রাম নিতে যায়।

পর্যটকদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা ওই চুড়াতে গিয়ে নগ্ন হয়ে, প্রস্রাব করে পাহাড়টিকে অসম্মান করেছেন।

গত শনিবার ওই এলাকায় এক ভূমিকম্পে ১৮ জন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান