মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইডেন ছাত্রলীগে সহ-সভাপতি পদ নিয়ে শিরিন-শিরিনার কাড়াকাড়ি

news-image

ঢাকা কলেজ প্রতিবেদক : ছবিতে ফজিলাতুন্নেসা হলের শিরিনা আক্তার (বামে) ও জেবুন্নেসা হলের শিরিন
একজনের নাম শিরিনা আক্তার, থাকেন ফজিলাতুন্নেসা মুজিব হলে। অন্যজন শিরিন (তার দাবি ক্যাম্পাসে তাকে শিরিনা নামেও চেনে অনেকে), থাকেন জেবুন্নেসা হলে। দুজনই রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী। সম্প্রতি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের ঘোষিত আংশিক কমিটির একটি সহ-সভাপতি পদ উভয়েই নিজেদের দাবি করেছেন। বিষয়টি প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে আলোচনায় এসেছে।

গত শুক্রবার (১৩ মে) ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়৷ এতে শিরিনা আক্তার নামের এক শিক্ষার্থী সহ-সভাপতি পদ পান৷ এরপরই দেখা দেয় বিপত্তি৷ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিরিনা আক্তারের এ পদটি নিজের দাবি করে সামনে আসেন জেবুন্নেসা হলের শিক্ষার্থী শিরিন।

এ নিয়ে গতকাল রোববার নতুন কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে৷ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদপত্রে দেখা যায় তার নাম শিরিনা আক্তার আর জেবুন্নেসা হলের ছাত্রীর কলেজের পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্রে দেখা যায় তার নাম শিরিন৷ তবে এ শিক্ষার্থীর দাবি তাকে শিরিন বা শিরিনা আক্তার নামে সবাই চেনে৷

শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিরিনা আক্তার বলেন, পদটা আমার৷ উনার নাম শিরিন তমা৷ আমার সার্টিফিকেটে নাম শিরিনা আক্তার ৷ জয় ভাই এসে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন৷ সেন্ট্রালের প্রেসিডেন্ট ও সেক্রেটারি ছিলেন। উনারা সবাইকে বলে দিয়েছেন পদটা আমার৷

জেবুন্নেসা হলের শিরিন বলেন, ওই নামটা আমারই৷ আমি দীর্ঘ সাত বছর ধরে রাজনীতি করি৷ আমার ডাকনাম তমা৷ কিন্তু সার্টিফিকেটে নাম শিরিন৷ এ নামটাই বিজ্ঞপ্তিতে এসেছে৷ আমি পদ পাওয়ার পরদিনই জয় ভাইয়ের (ছাত্রলীগের সভাপতি) কাছ থেকে নিশ্চিত হয়েছি।

এ শিক্ষার্থী আরও বলেন, ধানমন্ডিতে আমি যখন ফুল দিতে গেলাম ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিভা আপু (তামান্না জেসমিন রিভা) আর তার কর্মীরা আমাকে মারধর ও লাঞ্ছিত করে বের করে দেয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমাকে ফুল দিতে দেয়নি৷

এ বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা বলেন, ওকে (জেবুন্নেসা হলের শিরিন) ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে আমি কখনো দেখিনি৷ সে মানসিকভাবে অসুস্থ৷ বঙ্গমাতা হলের শিরিন আক্তারই সহ-সভাপতি পোস্ট পেয়েছেন। এ নিয়ে কোনো সমস্যা নেই৷ বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট আল নাহিয়ান খান জয় ভাই এটা ক্লিয়ার করে দিয়েছেন৷

ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর ও হাতাহাতির বিষয়ে রিভা বলেন, ওই প্রোগ্রামে আমি এরকম কিছু দেখিনি৷ কোনো সমস্যাও মনে হয়নি৷

বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট হতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সভাপতি তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক করে গত শুক্রবার ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের নতুন আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওইদিনই নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করেন কলেজ শাখার শীর্ষ পদপ্রত্যাশী অন্য নেত্রী ও তাদের অনুসারীরা। পরিস্থিতি উত্তেজনাকর হলে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু

গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চারদিনে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ টাকা

১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সুপ্রিমকোর্টের রায়ে ইমরান খান ক্ষমতায় ফেরার আশা

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনোদিন ছিল না : ওবায়দুল কাদের