মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবণা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ রোববার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরের রাজারহাটে ৬৮ মিলিমিটার। এ ছাড়া সিলেটে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।