মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ চাঁদ না দেখা গেলে ২ মে’র টিকিট বিক্রি হবে সন্ধ্যায়

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে সন্ধ্যার পর থেকে ঈদ যাত্রার ২ মে’র টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার। তিনি আরও জানিয়েছেন, চাঁদের ওপর ভিত্তি করে একইসঙ্গে ৪ মে’র অগ্রিম টিকিটও বিক্রি করা হবে।

আজ রোববার (১ মে) শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে সন্ধ্যার পর থেকে ঈদ যাত্রার ২ মে’র টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

রোববার (১ মে) দুপুরে কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের একথা জানান তিনি।

আজ চাঁদ না দেখা গেলে ২ মে’র টিকিট বিক্রি হবে সন্ধ্যায়

মাসুদ সারওয়ার বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার (২ মে) ও পরদিন মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এই হিসেবে আজ যদি চাঁদ দেখা যায়, তাহলে কাল ঈদ। কাল ঈদ হলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আর কাল ঈদ না হলে আজ সন্ধ্যা থেকে আগামীকালের ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া ঈদের পর দিন থেকে স্বাভাবিক নিয়মে ঢাকা ফেরার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এদিকে রোববার সকাল থেকেই স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। দুপুরের পর থেকে কমতে থাকে যাত্রীর চাপ। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৬টি ট্রেন যাত্রী নিয়ে প্লাটফর্ম ছেড়ে গেছে। রাত ১২টা পর্যন্ত ৭০টির বেশি ট্রেন যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা রয়েছে।