সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘ কেটে রোদ উঠেছে পিট-জোলির সম্পর্কে!

53035339c48fc-Angelinaহলিউডের অন্যতম সফল তারকাযুগল হিসেবে উচ্চারিত হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির নাম। সপ্তাহ খানেক আগে ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’ ছবির সহ-অভিনেত্রী কেনিয়ার লুপিটা নিওঙ্গোর প্রতি পিটের বিশেষ দুর্বলতার খবর চাউর হয়। তবে ১৬ ফেব্রুয়ারি ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে পিট-লুপিটা সখ্যের গুঞ্জনের আগুনে পানি ঢেলেছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।



অনুষ্ঠানে একই রকম পোশাক পরে হাজির হন পিট ও জোলি। তাঁদের দুজনের পরনেই ছিল সাদা শার্ট ও কালো স্যুট-প্যান্ট। সেখানে এই জুটির হাসিখুশি ও অন্তরঙ্গ আচরণ দেখে স্পষ্ট বোঝা যায়, তাঁদের মধ্যে কোনো মনোমালিন্য চলছে না। পরোক্ষভাবে তাঁরা যেন বোঝাতে চাইছিলেন, তাঁরা একসঙ্গেই আছেন, কোনো ঝামেলা নেই। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের মিরর ডটকম।



সপ্তাহ খানেক আগে জোলি পরিচালিত ‘আনব্রোকেন’ ছবির কাজ শেষ হওয়া উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জোলির ভঙ্গুর স্বাস্থ্য আর শুকনো চেহারা দেখে সবাই বেশ অবাক হন। জোলির চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। কপালের শিরা স্ফীত হয়ে উঠেছিল। তাঁর ঠোঁটও শুকনো দেখাচ্ছিল। সব মিলিয়ে তাঁকে দেখে খুবই অসুস্থ মনে হচ্ছিল।



এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানে উপস্থিত সবাই বলাবলি করতে থাকেন, আসলে ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’ ছবির সহ-অভিনেত্রী ৩০ বছর বয়সী লুপিটার প্রতি পিটের দুর্বলতার বিষয়টি জানতে পেরে দুশ্চিন্তায় জোলির এই দশা হয়েছে।



তবে গত রোববার বাফটার ৬৭তম আসরে জোলিকে দেখে পুরোপুরি সুস্থ মনে হয়েছে। তাঁর চোখের নিচে কালি দেখা যায়নি। চেহারা ও ঠোঁট থেকে শুকনো ভাবটাও পুরোপুরি চলে গেছে। লাল গালিচায় পিটের বাহুডোরে নিজেকে সঁপে দিয়ে আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ করে দেন জোলি। তাঁদের আচরণে একে অন্যের প্রতি ভালোবাসা ও মুগ্ধতা স্পষ্ট ফুটে ওঠে। সব মিলিয়ে চিরচেনা পিট-জোলিকেই খুঁজে পান সবাই।



‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’ ছবিতে অভিনয়ের পাশাপাশি এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ব্র্যাড পিট। স্টিভ ম্যাকুইন পরিচালিত ব্রিটিশ-আমেরিকান এ ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল গত বছরের ৮ নভেম্বর। আর যুক্তরাজ্যে ছবিটি মুক্তি দেওয়া হয় চলতি বছরের ১০ জানুয়ারি। এ বছর বাফটা আসর থেকে সেরা ছবির পুরস্কার ঘরে তুলেছে ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’। এ ছাড়া ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেতা চুইটেল এজিওফোর।

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান