মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারালো টাইগ্রেসরা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশ নারী দলের। বড় লক্ষ্য তাড়ায় শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪১ রান। ক্রিজে তখন সেট ব্যাটার রুমানা আহমেদ ও নতুন ব্যাটার সালমা খাতুন। ১৮তম ওভারকে দারুণভাবে কাজে লাগান এই যুগল। ওমাইমা সোহেলের করা সেই ওভারে ১৮ রান তুলে নিয়ে ম্যাচের গতি প্রকৃতি নিজেদের দিকে নিয়ে আসেন তারা। ব্যাট হাতে ঝড় তোলেন রুমানা। আর তাতেই জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো টাইগ্রেসরা।

আজ রোববার জিম্বাবুয়ের হারারেতে ওল্ড হারারিয়ানস মাঠে তিন উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পেরিয়ে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন টাইগ্রেসরা। ব্যাট হাতে ৪৪ বলে ৬ বাউন্ডারিতে দুর্দান্ত অর্ধশতকে অপরাজিত ছিল রুমানা।

লক্ষ্য তাড়ায় শুরুর দিকে কচ্ছপ গতির ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। নির্ভরযোগ্য ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে শারমিন নাহার ও ফারজানার হকের ব্যাটে রান পেলেও সেটা ছিল ধীর গতির। দল তখন প্রায় হারের দিকে এগোচ্ছিল। দলের বিপদের সময় ব্যাট করতে আসা রুমানা আহমেদ ও রিতু মনির ব্যাটে ম্যাচে ফিরে বাংলাদেশ।

প্রথম ৪০ ওভারে মাত্র ১১৩ তোলা বাংলাদেশের সামনে শেষ দশ ওভারে ৮৯ রানের লক্ষ্য। তবে ব্যাট হাতে রিতু-রুমানার যুগল বন্দিতে ম্যাচ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে। ৪৫তম ওভারে ফাতিমা সানাকে পরপর তিনটি চার হাঁকিয়ে বোল্ড হন রিতু। ৩৭ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

রিতুর বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা লতা মন্ডল ও ফাহিমা খাতুন দুইজনে ফেরেন শূন্যরানে। শেষের দিকে সালমা খাতুনকে নিয়ে ওমাইমার এক ওভার থেকে ১৮ রান আদায় করেন রুমানা। তাতেই দলকে জয়ের কাছাকাছি টেনে নেন তিনি। আর তাতেই পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ৪৪ বলে ৬টি বাউন্ডারিতে দারুণ অর্ধশতকে অপরাজিত ছিলেন রুমানা।

 

এ জাতীয় আরও খবর

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু

গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চারদিনে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ টাকা

১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সুপ্রিমকোর্টের রায়ে ইমরান খান ক্ষমতায় ফেরার আশা

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনোদিন ছিল না : ওবায়দুল কাদের