সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু ৩০ অক্টোবর

news-image

দেশে স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদানের মূল কর্মসূচি। রাজধানীতে একটি কেন্দ্র আর ঢাকার বাইরে ২১ জেলায় শুরু হবে টিকাদান।

মঙ্গলবারের মধ্যে সব স্কুলের শিক্ষার্থীদের নামের তালিকা জমা হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। এর আগে বৃহস্পতিবার মানিকগঞ্জে টিকা পায় ১২ থেকে ১৭ বছরের ১২০ শিক্ষার্থী। জন্মসনদ দিয়েই টিকা নেয় তারা। দেয়া হয় একটি রেজিস্ট্রেশন কার্ড।

পরীক্ষামূলকভাবে টিকা নেয়া শিক্ষার্থীরা ভাল আছে। ফলে ৩০ অক্টোবর শুরু হচ্ছে মূল কর্মসূচি। রাজধানীতে টিকাকেন্দ্র বসছে একটি। টিকার সংরক্ষণ জটিলতার কারণে আপাতত ২১ জেলায় শুরু হচ্ছে টিকাদান। টিকার মজুদ ও ফাইজারের টিকার সংরক্ষণ ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত বাকি জেলার শিক্ষার্থীদের টিকার অপেক্ষায় থাকতে হবে। আপাতত ৬০ লাখ ডোজে টিকা পাবে ৩০ লাখ শিক্ষার্থী।

এবিষয়ে টিকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, “ফাইজারের টিকা যখন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় দিতে পারবো, তখনই একমাত্র সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে এই কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে। এখন আমরা বর্তমানে কর্মী বা ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই সব প্রস্তুতি সম্পন্ন হলেই আমরা টিকা দেয়া শুরু করবো”।

মঙ্গলবারের মধ্যে সারা দেশের সব স্কুলের শিক্ষার্থীদের নামের তালিকা জমা হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। এরপর তা পাঠানো হবে আইসিটি মন্ত্রণালয়ে। তথ্যগুলো সুরক্ষা অ্যাপে যুক্ত হওয়ার পর তা সেই তালিকা অধিদপ্তর হয়ে ফেরত যাবে স্কুলে। পরে তালিকা ধরে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করবে সংশ্লিষ্ট স্কুল।

এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, আমরা একটা চিঠি দিয়েছি সকল শিক্ষা প্রতিষ্ঠানে। তারা যেন তাদের শিক্ষার্থীদের তালিকাটা আমাদের কাছে প্রেরণ করেন। রেজিস্টেশন হওয়ার পর তাদের কাছে আবার তালিকা পাঠানো হবে, যে কোন প্রতিষ্ঠান কবে টিকা নিতে কেন্দ্রে যাবে”।

রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০০ বুথে প্রতিদিন টিকা পাবে ৪০ হাজার শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান