মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পুলিশ-র‌্যাবের সামনে ভাঙচুর করল সন্ত্রাসীরা, আর মামলা আমাদের বিরুদ্ধে’

news-image

চট্টগ্রাম ব্যুরো : পূজামণ্ডপে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সভায় তিনি এ অভিযোগ করেন।

বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘এই চট্টগ্রামের লোক হাছান মাহমুদ সাহেব (তথ্যমন্ত্রী) বারবার করে বলছেন- এর পেছনে নাকি বিএনপি আছে। এই ঘটনা ঘটাচ্ছেন আপনারা। এসব ঘটনা যদি না ঘটান, তাহলে জনগণ তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে।’

তিনি বলেন, ‘জনগণের আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা এটা করছেন। এটা করতে না পারলে আপনাদের সমস্যা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের মিটিং করতে দেয় না। মিটিং করতে গেলে পুলিশ মারে, মিথ্যা মামলা দিয়ে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘এবারও পুলিশ মিথ্যা মামলা দেওয়া শুরু করেছে। চৌমুহনীর ঘটনায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পুলিশ-র‌্যাবের সামনে সন্ত্রাসীরা ভাঙচুর করল আর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী কেউ মামলা থেকে রেহাই পাচ্ছে না। দেশে প্রায় এক লাখ মামলায় ৩৫ লাখ মানুষকে আসামি করা হয়েছে। খুন করা হয়েছে ৫০০ জনকে। গুম, গ্রেপ্তার করে মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটকে রাখা হচ্ছে।’