মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে কুরবানির পশু বিক্রি বেড়েছে ৪ গুণ

news-image

নিজস্ব প্রতিবেদন : করোনা মহামারির মধ্যে এ বছর অনলাইন প্ল্যাটফর্মে কুরবানির পশু কেনাবেচায় জোর দিয়েছিল সরকার। গত বছরের তুলনায় এবার অনলাইনে পশু বিক্রি বেড়েছে।

শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর অনলাইনে ৩ লাখ ৮৭ হাজার ৫৭৯টি পশু বিক্রি হয়েছে। এসব পশুর মূল্য ২ হাজার ৭৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৮ টাকা।

গত বছর অনলাইন প্ল্যাটফর্মে ৮৬ হাজার ৮৭৪টি পশু বিক্রি হয়েছিল; ৫৯৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার ৭৪ হাজার ৮২৯ টাকায়। সেই হিসাবে গতবারের তুলনায় এবার সাড়ে ৪ গুণ বেশি পশু অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছর অনলাইন প্ল্যাটফর্মে গবাদিপশু ক্রয়-বিক্রয়ের পরিসর আরও বাড়ানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করবে।