সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিগারেট খেলে কী হয়, আমি জানি না

news-image

অনলাইন ডেস্ক : ধূমপানে বিষপান। সেই বিষ মানুষের কতটা ক্ষতি করে, তা আমি বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের তাকে সাজানো সিগারেটের প্যাকেট দেখেও বুঝতে পারি। কী বীভৎস সব ছবি থাকে সেসব প্যাকেটে! গলার মধ্যে ঘা হয়ে আছে। জিহ্বা, দাঁতের মাড়ি কালো হয়ে গেছে। হার্টের অবস্থাও খুব খারাপভাবে দেখানো হয় এসব ছবিতে।

এখন তো নাকি সব সিগারেটের প্যাকেটেই উল্লেখ থাকে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার কাছে অবাক লাগে, প্যাকেটের গায়ে ওসব ছবি দেখে, ও রকম সতর্কবাণী দেখেও কী করে একজন মানুষ ওই প্যাকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে রাখে, আগুন ধরিয়ে সেটাতে সুখটান দেয়! এ আসলেই সুখটান, নাকি প্রতি টানে মৃত্যুকেই কাছে টেনে আনা!

চিকিৎসকের কথা নাহয় আমি–আপনি অনেক সময় গ্রাহ্য করি না। কিন্তু যখন খোদ সিগারেটের প্যাকেটের গায়েই উল্লেখ থাকে ধূমপান খারাপ, ক্যানসারের কারণ; তখনো ও রকম প্যাকেট থেকে সিগারেট বের করে খাওয়াটা আমার কাছে মনে হয়, গায়ে বিষ লেখা শিশির ছিপি খুলে ভেতরের তরলটা গলায় ঢেলে দেওয়ার মতোই কঠিন ব্যাপার।

আশপাশের অনেককেই আমি ধূমপান করতে দেখি। সত্যি বলতে কি, খেলোয়াড়েরাও এর বাইরে নয়। আমি নিজে অবশ্য জীবনে কখনোই আগ্রহবোধ করিনি সিগারেট খাওয়ার। আমি জানি না সিগারেট খেলে কী হয় বা কেন এটা মানুষ খায়। অনেককেই দেখি, ধূমপান করেও দিব্যি ভালো আছে।

সাকিব আল হাসান এবং তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির।
সাকিব আল হাসান এবং তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির।ছবি: ইনস্টাগ্রাম
লোকে বলে, সিগারেট খেলে দম কমে যায়। কিন্তু অনেক ক্রিকেটারকেই দেখেছি সিগারেট খায়, কিন্তু দম আমার চেয়ে ভালো। তাদের যেন এতে কোনো সমস্যাই হয় না! তবে এই সমস্যা না হওয়াটা যে সাময়িক, সেটা আমরা সবাই জানি। ধূমপান শেষ পর্যন্ত ভালো কিছু বয়ে আনে না। এটি মানবশরীরের যে দীর্ঘমেয়াদি ক্ষতি করে, তা নিয়ে তো আর কারোরই সন্দেহ নেই।

একজন খেলোয়াড় হিসেবে বুঝি, সুস্থ শরীরের জন্য চাই সুশৃঙ্খল জীবন। আর সুশৃঙ্খল জীবনে সিগারেট বা কোনো নেশাজাতীয় অথবা মাদকজাতীয় জিনিসেরই স্থান নেই। আপনি ধূমপান করে নিজেকে তিলে তিলে ধ্বংস করে শুধু নিজেরই ক্ষতি করছেন না, আশপাশের মানুষেরও ক্ষতি করছেন।

আপনার আদরের সন্তানেরা তাদের জীবনের যতটা সময়জুড়ে আপনাকে পেত, সেটা হয়তো পাবে না ধূমপান আপনার আয়ুর অনেকটাই কেড়ে নিচ্ছে বলে।
আপনার সন্তানের ক্ষতি করছেন। আপনাকে দেখে যখন একদিন আপনার সন্তানও এই পথে যাবে, সেটা দেখতে কি আপনার ভালো লাগবে? আর এই যে ধূমপান করে নিজেকে শেষ করে দেওয়া, আপনার ভবিষ্যৎ প্রজন্মের ওপর তো সেটারও প্রভাব পড়বে।

আপনার আদরের সন্তানেরা তাদের জীবনের যতটা সময়জুড়ে আপনাকে পেত, সেটা হয়তো পাবে না ধূমপান আপনার আয়ুর অনেকটাই কেড়ে নিচ্ছে বলে।

যেটা জীবনে আমি খাইনি, সেটা নিয়ে অনেক কথা বলে ফেললাম। আসলে ধূমপান ব্যাপারটাই এমন। এর ক্ষতিকর দিক জানতে এটি খেয়ে দেখতে হয় না। বিষ যে বিষ, সেটি কি কেউ চেখে দেখে!

 

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান