মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩/১৪ সালে যারা জ্বালাও পোড়াও করেছে সে শক্তি এখনও সক্রিয় আছে–ব্রাহ্মণবাড়িয়ায় রেল মন্ত্রী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ২০১৩/২০১৪ সালে যারা জ্বালাও পোড়াও করেছে সে শক্তি এখনও সক্রিয় আছে। এদের প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোন পথ নেই। সোমবার দুপুরে হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।ক্ষতিগ্রস্ত রেল স্টেশন সহ সবকিছু ঠিকঠাক করতে কিছুটা সময়ের ৫/৬ মাস সময়ের প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, যত দ্রত সম্ভব ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
যারা এ হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে জানান ।পরে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলার শিকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রেল মন্ত্রনালয়ের সচিব, জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার সহ ঊধ্বতর্ন কমর্মকর্তারা ।