মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মমতার মতাদর্শ পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে : মোদি

news-image

অনলাইন ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার তহবিল আটকে দিচ্ছেন রাজনৈতিক কারণে।এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, পিএম-কৃষাণ প্রকল্প আটকে দিয়ে রাজ্যের ৭০ লাখ কৃষকের সহায়তা তহবিল স্থবির করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপি নেতা মোদি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস নেতা মমতার মতাদর্শ রাজ্যটিকে ধ্বংস করে দিচ্ছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চার মাস পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। ওই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। নির্বাচন সামনে রেখে দল দুটির নেতারা সম্প্রতি পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলতে শুরু করেছেন।

শুক্রবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি (পিএম-কৃষাণ) নামের একটি প্রকল্পের অর্থ বরাদ্দ অনুমোদন করেন। প্রকল্পের সুবিধাভোগী কৃষকেরা প্রতিবছর ৬ হাজার রুপি করে সহায়তা পাবেন। মোদি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে প্রকল্পটি আটকে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আপনারা যদি মমতার ১৫ বছর আগের বক্তব্য শোনেন তাহলে বুঝতে পারবেন তার মতাদর্শ পশ্চিমবঙ্গকে কতটা ধ্বংস করেছে।

তিনি বলেন, যারা স্বার্থপরতার রাজনীতি করছেন মানুষ তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। (মমতার) দলটি কৃষকদের লাভের কথা বলছে না, বরং কৃষকদের নামে দিল্লির নাগরিকদের হয়রানি এবং দেশের অর্থনীতি ধ্বংসে যুক্ত রয়েছে।’

উল্লেখ্য, শুক্রবার পিএম-কৃষাণ প্রকল্পের আওতায় নয় কোটি কৃষকদের জন্য ১৮ হাজার কোটি রুপি অর্থ সহায়তা অনুমোদন করেন নরেন্দ্র মোদি। এছাড়া নয়টি রাজ্যের কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু

গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চারদিনে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ টাকা

১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সুপ্রিমকোর্টের রায়ে ইমরান খান ক্ষমতায় ফেরার আশা

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনোদিন ছিল না : ওবায়দুল কাদের