শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন সেই পৌর কাউন্সিলর

news-image

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ক্ষমা চাইলেন পথচারীদের মারধর করা টাঙ্গাইল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গতকাল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরে লাঠি হাতে রাস্তায় নামেন তিনি। এরপর পথচারীদের বেধড়ক মারধর করার পর সমালোচনার মুখে পড়েন। এতেই অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন তিনি।

জানা যায়, মঙ্গলবার দুপুরে শহরের নিরালা মোড়, পার্ক বাজার, ছয়আনি বাজার, ফলপট্টি, ভিক্টোরিয়া রোর্ড, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের লাঠিপেটা করেন পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন। এ নিয়ে সমালোচনা মুখে পড়েন তিনি। তবে তার এ উদ্যোগের অনেকে প্রশংসাও করেছেন।

শহরের মজনু মিয়া, মিন্টু খান, সাজ্জাদ জানান, জেলা প্রশাসন, পৌর প্রশাসন আর পুলিশ প্রশাসন সচেতনতার জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালালেও টাঙ্গাইলের মানুষ করোনাভাইরাসের ভয়াবহতাকে গুরুত্বই দিচ্ছিল না। প্রতিটি বাহিনীর ব্যাপক তৎপরতা থাকার পরও নিয়মনীতির তোয়াক্কা না করে সাধারণ মানুষের চলাচল ছিল যত্রতত্র। এ পরিস্থিতি রোধে কাউন্সিলর আমিনের এ উদ্যোগ ছিল গুরুত্বপূর্ণ। একইভাবে তার এ উদ্যোগের ব্যাপক সমালোচনাও চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এভাবে লাঠিপেটা করাটা ঠিক হয়নি বলে স্বীকার করে কাউন্সিলর আমিনুর রহমান আমিন বলেন, এ ভাইরাসে টাঙ্গাইলেও একজন আক্রান্ত হয়েছে। তবে এ অবস্থাতেও টাঙ্গাইলের মানুষ অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিল। এ কারণে আবেগে তিনি রাস্তায় নেমে লাঠিপেটা করেছেন। এতে ব্যক্তি উদ্দেশ্য হাসিলের কিছু ছিল না। এতে আমি লজ্জিত ও মর্মাহত। এ ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমাপ্রার্থী।

আমিনুর রহমান আমিন আরও বলেন, ‘এরপরও আমি জনগণকে অনুরোধ করে বলছি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসবেন না। আপনাদের প্রয়োজনে আমরা সার্বিক সহযোগিতা করব।’

এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনার অভিযোগ নিয়ে আমার কাছে কেউ আসেননি।’

এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। অতি আবেগি হয়ে আর টাঙ্গাইলবাসীর স্বার্থেই ঘটনাটি ঘটিয়েছেন কাউন্সিলর আমিন।’

পথচারীদের মারধর করা সেই ভিডিওটি…

টাঙ্গাইলে লোকজনকে পেটালেন যুবলীগ নেতারা, ভিডিও ভাইরাল

টাঙ্গাইলে লোকজনকে পেটালেন যুবলীগ নেতারা, ভিডিও ভাইরাল টাঙ্গাইলে রাস্তায় বের হওয়া মানুষদের এভাবেই পেটান পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন। এ সময় তার সঙ্গে ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান খান সোহেল, চেম্বার অব কমার্স টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ, জেলা যুবলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন মানিকসহ বেশ কয়েকজন নেতাকর্মী। বিস্তারিত জানতে ক্লিক করুন : http://www.dainikamadershomoy.com/post/250377

Posted by Amader Shomoy on Wednesday, April 8, 2020

এ জাতীয় আরও খবর

বিজয়নগরে অভিযানে ৯৮৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক