বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী
আখাউড়া ও কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি তাদের শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ ও অত্যাচার করত। এখন জনগণের যে উন্নয়ন হচ্ছে, তা বিএনপির সহ্য হচ্ছে না। তাদের মাথা খারাপ হয়েছে। তিনি বলেন, বিএনপির সময় ঋণখেলাপির সংখ্যা সবচেয়ে বেশি ছিল।
শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলার কৃষ্ণনগর গ্রামে তিতাস নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন প্রমুখ।
কসবায় জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রী বলেন, ‘আমাকে কেউ কেউ বলছেন, ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে আমার ইঙ্গিত কী? আমি পরিষ্কার করে বলছি– নির্বাচনে আমার কোনো ব্যক্তিগত ইঙ্গিত নেই। চেয়ারম্যান যে দু’জন প্রার্থী হয়েছেন, তারা আমাদের দলের। দু’জনই আমার ঘনিষ্ঠজন। আমি জনগণের পক্ষে। যিনি নির্বাচিত হবেন তিনি যেমন আমার লোক, আবার যিনি পরাজিত হবেন, তিনিও।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আইন সচিব গোলাম সারওয়ারসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও দলীয় নেতারা।