বিজয়নগরে অভিযানে ৯৮৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৯৮৯০ পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাব-৯ সদস্যরা। শুক্রবার (১৭ মে) রাতে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরোও জানায়, (১৭ মে) সকাল আনুমিক সাড়ে ছয়টার দিকে অভিযান পরিচালনা করে উপজেলার কালিসীমা চুল্লাবাড়ী এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার মিয়া (৪০) কে আটক করে। এসময় তার কাছ থেকে ৯৮৯০ পিস ইয়াবা উদ্ধার করে। পরবর্তী মামলা দায়ের পূর্বক আটক আসামী ও জব্দকৃত আলামত সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।