মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লাহোরে ২ চার্চে আত্মঘাতি বোমা হামলা নিহত ৩, আহত ৩৭

67861_lahoreআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরের ইয়োহানাবাদে রোমান ক্যাথলিক চার্চ ও ক্রাইস্ট চার্চে আত্মঘাতি বোমা হামলায় এক শিশু সহ অন্তত তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৪৫ জন। নিহত শিশুটির বয়স ছিল ১২ বছর। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। সর্বশেষ বিস্ফোরণ স্থল থেকে ২ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এছাড়া এর আগে বিস্ফোরণে জড়িত রয়েছে সন্দেহে উপস্থিত ক্ষুদ্ধ জনতার পিটুনিতে নিহত হয়েছে আরেক তরুন। রবিবার উপলক্ষ্যে চার্চে এমনিতেই বহু খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষের উপস্থিতি ছিল। এ খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন। লাহোরের ইয়োহানাবাদ দেশের সবচেয়ে বড় খ্রিষ্টান অধ্যুষিত এলাকা। পাকিস্তানে প্রায়ই খ্রিষ্টান সম্প্রদায়ের উপর হামলা হয়। এর সর্বশেষ উদাহরণ লাহোরের এ ঘটনা। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, ২ আত্মঘাতি বোমাহামলাকারী ২ চার্চের প্রবেশপথে অবস্থান নিয়ে বিস্ফোরণ ঘটায়। তারা চার্চের ভেতরেই প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু তাদেরকে প্রবেশপথেই আটকে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ২ আত্মঘাতি হামলাকারী যখন প্রধান ফটক দিয়ে চার্চে ঢোকার চেষ্টা করছিল, তখন চার্চের অভ্যন্তরে রবিবার উপলক্ষে বহু মানুষ সাপ্তাহিক প্রার্থনায় অংশ নিতে জড়ো হয়েছিল। এক্সপ্রেস ট্রিবিউন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, তখন প্রায় ৮০০ মানুষ উপস্থিত ছিল দুই চার্চে। কিন্তু সেখানে প্রবেশে ব্যার্থ হয়ে দুই হামলাকারী প্রথমে গুলিবর্ষণ শুরু করে, এরপর বোমা বিস্ফোরণ ঘটায়।