মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের নতুন রেকর্ড

208125ক্রীড়া ডেস্ক : এবারের বিশ্বকাপে বাংলাদেশ যেন প্রতি ম্যাচেই নিজেদেরকে ছাড়িয়ে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে আগের সব রেকর্ড ভেঙে নতুন পার্টানারশিপের রেকর্ড গড়ে সেই ধারাবাহিকতা ধরে রাখলো মাশরাফিরা।

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম মিলে খেলেন ১৪১ রানের ইনিংস যা কিনা বিশ্বকাপের আসরে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

মজার কথা হলো, বিশ্বকাপে বাংলাদেশের সেরা তিনটি পার্টনারশিপই এসেছে এবারের বিশ্বকাপে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মুশফিকুর ও সাকিব মিলে করেন ১১৪ রান। আর স্কটিশদের বিপক্ষে রিয়াদকে সাথে নিয়ে তামিম ইকবাল খেলেন ১৩৯ রানের ইনিংস।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে এই জুটি গড়ার পথে মাহমুদুল্লাহ বাংলাদেশের পক্ষে প্রথম বিশ্বকাপে শতক করার পাশাপাশি মুশফিকুর রহিম ৮৯ রানের ইনিংস খেলেন।