মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে ময়না হত্যা মামলার সন্দেহ ভাজন আসামী মাহতাব আটক

sarail pic(moyna) 04.03.15স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে আলোচিত ময়না হত্যা মামলার সন্দেহ ভাজন আসামী মাহতাব মিয়া (৩৫) কে আটক করেছে সিআইডি। মাহতাব চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের মৃত আমু সরকারের ছেলে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সিআইডি’র সাব- ইন্সপেক্টর মো. তোফাজ্জল হোসেন অভিযান চালিয়ে তাকে চুন্টা সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ড থেকে আটক করেন। পুলিশ, ময়নার পরিবার ও স্থানীয় লোকজন জানায়, নিহত ময়নার বাড়ি পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের। ময়নার ফুফাত বোনের জামাতা আলফাজ (৪৮)। আলফাজ অনেকটা বেপরোয়া, অর্থলোভী ও লম্পট প্রকৃতির। প্রভাবশালী ইউপি সদস্য মাহতাব মিয়ার আপন চাচাত ভাই আলফাজ। মামাত শালিকা ময়না আলফাজের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিত ভাবে গত ২০১৪ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারী গভীর রাতে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। পরে পাশের ফসলী জমিতে হত্যা করে একটি কবর স্থানের পাশে ময়নার লাশ ফেলে রাখে। ২১ জানুয়ারী সকালে সরাইল থানা পুলিশ ময়নার মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করেন। ২৩ জানুয়ারী ময়নার পিতা বাদী হয়ে অজ্ঞাত লোকদের আসামী করে একটি হত্যা মামলা (নং-৪৪, তাং-২৩.০১.১৪) দায়ের করেন। বাদী ১০ ফেব্র“য়ারী ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করার জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে আবেদন করেন। ১৭ জুন আলোচিত ও জটিল এ মামলাটি চলে যায় জেলার সিআইডি শাখায়। এর পর থেকেই আলফাজ ও মাহতাব ময়নার বাবা, চাচা ও ভাইকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য নানা ভাবে চাপ দিচ্ছে। নতুবা গাড়ি চাপা দিয়ে তাদেরকে হত্যা করে লবন দেওয়ার হুমকি অব্যাহত ছিল। এ বিষয়টি ১০ ফেব্র“য়ারী লিখিত ভাবে আদালককে জানিয়েছেন ময়নার বাবা নূরুল ইসলাস। মামলার দশ মাস পর ২০১৪ সালের ৩০ নভেম্বর প্রধান আসামী আলফাজকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। আলফাজকে গ্রেপ্তারের পর বাদী ও তার স্বজনদের প্রান নাশের হুমকি দিতে থাকে ইউপি সদস্য মাহতাব। কান্না জড়িত কন্ঠে ময়নার বাবা মাটি কাটার শ্রমিক নূর ইসলাম ও চাচা সামছুল আলম জানান, হত্যা কান্ডের আগের দিন আলফাজ ময়নাকে কয়েক টুকরা করে ফেলার ঘোষনা দিয়েছিল। মামলার পর থেকে আমাদের সবাইকে খুন করার হুমকি দিয়ে যাচ্ছে। তারা পুরুষ হত্যা করেছে কিছুই হয়নি আর একটা মেয়েকে খুন করেছে কি হবে? তারা চরম নিরাপত্তাহীনতার কথাও বলেছেন। মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, মাহতাবের বিরুদ্ধে অভিযোগ আছে। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। ঘটনার সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

 

 

এ জাতীয় আরও খবর

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু

গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চারদিনে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ টাকা

১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সুপ্রিমকোর্টের রায়ে ইমরান খান ক্ষমতায় ফেরার আশা

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনোদিন ছিল না : ওবায়দুল কাদের