মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের সুস্থতা কামনায় রংপুরে দোয়া মাহফিল

news-image

রংপুর ব্যুরো : সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাস্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির আয়োজনে আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসায় দোয়া মাহফিল করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এই দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার মুহাত্তামিম (বড় হুজুর) হাফেজ মোঃ ইদ্রিস আলী।

তিনি মহান আল্লাহর দরবারে সাবেক রাষ্ট্রপতির জন্য মোনাজাতে বলেন, সাবেক রাষ্ট্রপতি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি ক্ষমতায় থাকতে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের জন্য অনেক কিছুই করেছেন। হে আল্লাহ! তুমি তাকে সুস্থ করে দাও। তাকে নিয়ে তার পরিবার, দলের নেতা-কর্মীরা আজকে মুসল্লিদের সঙ্গে তোমার দরবারে হাত তুলেছি, তুমি আমাদের দোয়া কবুল করে নাও। তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তুমি রাহমানুর রহিম। তুমিই জীবনদাতা, তুমি সবকিছুর মালিক। মোনাজাত চলাকালে এরশাদের জন্য আবেগ প্রবণ হয়ে যান নেতা-কর্মী ও মুসল্লিরা।

এ সময় উপস্থিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, যূগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, যূগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির যূগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও সাংহঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ অত্র দোয়া ও মোনাজাতে উপস্থিত মুসল্লি, শিক্ষার্থী ও নেতা-কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শুক্রবারে ছুটি, রাষ্ট্রধর্ম ইসলাম, মসজিদে বিদ্যুৎ বিল মওকুফসহ ইসলামের খেদমতে সাবেক প্রেসিডেন্ট এর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আপনারা পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে পূণরায় আমাদের মাঝে ফিরে আসেন।

এ জাতীয় আরও খবর

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু

গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চারদিনে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ টাকা

১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সুপ্রিমকোর্টের রায়ে ইমরান খান ক্ষমতায় ফেরার আশা

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনোদিন ছিল না : ওবায়দুল কাদের