মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে আজ সাধক কবি মহর্ষি মনোমোহন-এর- জন্মউৎসব

সর্বধর্ম সমন্বয়ক,মলয়া সংগীতের ¯্রষ্টা সাধক মরমী কবি মহর্ষি মনোমোহন দত্তের ১৩৬ তম জন্মউৎসব আজ শুক্রবার (২৪/০১) ব্রাহ্মনবাড়িয়ার জেলার নবীনগর  উপজেলার মহর্ষি নিজ জন্মভুমি সাতমোড়া গ্রামে আনন্দ আশ্রমে উদযাপন হচ্ছে। সর্বধর্ম অবতার শ্রী মৎ আনন্দ স্বামী মহাজার-এর একনিষ্ঠি শিষ্য ছিলেন মহর্ষি মনোমোহন। উক্ত উৎসবে স্থানীয় সাংসদ ফায়জুর রহমান বাদল, কবি আসাদ চৌধুরী সহ দেশ বরেণ্য শিল্পী,সাধু-মহৎ,কবি-সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা যোগ দিবেন । দেশ বিদেশ থেকে মহর্ষির হাজারো ভক্ত অনুরাগীদের পদচারনায় জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের মিলন মেলায় যেন এটি একটি সার্বজনিন উৎসব। দু’দিনব্যাপী এ জন্মউৎসবে আবাহন,ব্রহ্ম সংগীত,আরতি উপাসনা,প্রকৃত তত্ত্ব,পাথেয় ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ,ভোগ আরতি,প্রসাদ বিতরন ও মহর্ষির জীবন দর্শন নিয়ে আলোচনা সভা এবং রাতব্যাপী মলয়া সংগীত পরিবেশিত হবে ।