বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগর সরাইল মহাসড়কে গণডাকাতি সংঘটিত

nasirnagarnews6461321348বরিবার সন্ধ্যা অনুমান সাড়ে ছয় ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল  নাসিরনগর মহাসড়কে গণডাকাতি সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান এসময় অনুমান ৭ টি সিএনজি, ২টি প্রাইভেটকার ডাকাতের কবলে পরে। মাইক্রো ড্রাইভার মোঃ হাফিজ মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিয়ের বাজার সেড়ে নাসিরনগর আসার পথে কুন্ডা ও কুটিয়ার মধ্যবর্তী স্থানে তার গাড়িটি আটকিয়ে গাড়িতে থাকা ৫২ হাজার টাকার বিয়ের বাজার, যাত্রীদের কাছে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা পর পর পনেরটি সিএনজি ও পাচটি মাইক্রোতে ডাকাতি চালায়। অপর সিএনজিতে থাকা বেঙ্গল সোলারের নাসিরনগরের সহকারী ফিল্ড অফিসার মোঃ সুমায়ুন কবির জানান তার গাড়িটি আটকিয়ে অহর্তর্কিত ভাবে মারপিট চালিয়ে তার পকেটে থাকা অফিসের নগদ দশ হাজার টাকা, একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তাকে বেদম মারপিটও করে। এ সময়ে তার সাথে থাকা এক মহিলা যাত্রীর গলার স্বর্ণের চেইনও কানের ফুল কেড়ে নেয় ডাকাতরা। অন্যান্য পুরুষ যাত্রীদের কাছথেকেও নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যমান সামগ্রী ছিনিয়ে নেয়। তাদের ধারণা এ সময়ে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা ও বিভিন্ন মূল্যমান মালামাল ডাকাতি শেষে বীরদর্পে পালিয়ে যায় ডাকাতরা। তারা জানান এ সময়ে উক্ত রাস্তায় কোন পুলিশ ছিল না। ডাকাতি শেষে ডাকাতরা পালিয়ে গেলে সেখানে গিয়ে নাসিরনগর থানার পুলিশ গিয়ে হাজির হয় কিন্তু সরাইল থানার কোন পুলিশ ছিলনা। এ বিষয়ে সরাইল থানার ওসি মোঃ আলী আরশাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে গণডাকাতি সম্পর্কে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন গণডাকাতি সঠিক নয়, হইতে পারে আকস্মিক। সেখানে আমাদের পুলিশ ছিল।

এ জাতীয় আরও খবর

সরাইলে জমি সংক্রান্ত বিরোধ, হত্যা মামলার ১২ আসামী গ্রেফতার

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি