মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বানরের মৃত্যুতে ন্যাড়া- মৃত্যুভোজ!

45492_fu4বিনোদন প্রতিবেদক :ভারতের ইন্দোরে একটি বানরের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে পুরো গ্রাম। গ্রামের প্রায় ২০০ যুবক তাদের মাথা ন্যাড়া করেছে। দেড় লাখ রুপি খরচে ‘মৃত্যুভোজ’ও হয়েছে। উপস্থিত ছিল প্রায় ২ হাজার লোক।
দীর্ঘদিন থেকেই ডাকছায়া গ্রামে একজোড়া বানর বাস করছিল। গ্রামবাসীর অনেকে তাদের দেবতাজ্ঞানে পূজাও করতো। ২রা সেপ্টেম্বর কুকুরের তাড়া খেয়ে খাদে পড়ে ১টি বানর মৃত্যুবরণ করে। এতে সেখানকার লোকজন মনে করতে থাকে, তাদের ওপর কোন অভিশাপ নেমে আসতে পারে। তাই বানরের মৃতদেহটি শ্রদ্ধার সাথে সৎকার করা হয়।

আর এর টবর
আজকাল মানুষের অস্বাভাবিক মৃত্যু যেভাবে স্বাভাবিকতার দিকে এগুচ্ছে, তাতে অনেক সচেতন মানুষ এ ঘটনায় বিভিন্ন চিন্তা করছেন। মৃত্যুর পর মানুষ যেভাবে অবহেলিত ও অসম্মানিত হচ্ছে, তখন অনেকেই নৃবিজ্ঞানীদের ডারউইনের বিবর্তন তত্ত্ব নিয়ে নতুন করে রিসার্চ করার পরামর্শ দিচ্ছেন। অনেকে বলছেন, বানরের বিবর্তনে মানুষ হওয়াটি লাভজনক নাকি মানুষ থেকে বানরে বিবর্তিত হওয়াটি বেশি লাভজনক তা নিয়ে নৃবিজ্ঞানীদের এই মুহূর্তে জরুরি ভিত্তিতে গবেষণা করা উচিত!