মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যাঁরা বিজয়ী হলেন

JOYব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে বেসরকারী ভাবে যাঁরা নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মনবাড়িয়া-১ নাসিরনগরে মোট ৭৪ টি কেন্দ্রের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী এডঃ সায়েদুল হক (নৌকা) প্রতীক পেয়েছেন ৬৯ হাজার ৫’শ ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির রেজোয়ান আহমেদ (লাঙ্গল) প্রতীক পেয়েছেন ৭ হাজার ৮’শ ৯৪ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) মোট ভোট কেন্দ্র ১২৮টি। জাতীয় পার্টির প্রার্থী এডঃ জিয়াউল হক মৃধা (লাঙ্গল) প্রতীক পেয়েছেন ৩৭ হাজার ৫’শ ৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী নায়ার কবির (আনারস) প্রতীক পেয়েছেন ৩০ হাজার ৪৬ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) মোট ভোট কেন্দ্র ১৬৯টি। আওয়ামীলীগ প্রার্থী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা) প্রতীক পেয়েছেন ২ লাখ ৬৮ হাজার ২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্ধি জাতীয় পার্টি (জেপি) ডাঃ ফরিদ আহমেদ (সাইকেল) প্রতীক পেয়েছেন ৬ হাজার ৭’শ ৮৬ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর ১২৬টি কেন্দ্র। আওয়ামীলীগ প্রার্থী ফয়জুর রহমান বাদল (নৌকা) প্রতীক পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টি (জাপা) কাজী মামুনুর রশিদ (লাঙ্গল) প্রতীক ১৯ হাজার ৩৫ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬ টির মধ্যে দুই আসনে নির্বাচন হয়নি। ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌশুলি এডঃ আনিসুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ.বি.তাজুল ইসলাম বিজয়ী হয়ে গেছেন। তারা দু’জনেই আওয়ামীলীগ দলীয় প্রার্থী।