মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রীর প্রায় ২ লক্ষ টাকা ফেরত দিলেন রিক্সা চালক!

news-image

লামা (বান্দরবান) প্রতিনিধি : যাত্রীর ফেলে যাওয়া প্রায় ২ লক্ষ টাকা পেয়েও লোভ করেননি রিক্সা চালক ফয়সাল। টাকাগুলো ফেতর দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। ঘটনাটি বান্দরবানের লামা উপজেলায়।

জানা যায়, শুক্রবার সকালে বান্দরবানের লামা বাজারের সুজন লাইব্রেরীর মালিক জোবায়ের তার দোকানের বই কিনতে ১ লাখ ৮৬ হাজার টাকা নিয়ে চকরিয়াতে যাওয়ার উদ্দেশে ফয়সালের রিকশায় উঠেন। সেখান থেকে রিক্সাযোগে লামা জীপ স্টেশনে যান।

রিক্সা থেকে নেমে জোবায়ের রিক্সা চালক ফয়সালকে রিকশা ভাড়া বাবদ ১০ টাকা পরিশোধ করলে ফয়সাল স্থান ত্যাগ করে। পরবর্তীতে ফয়সাল তার রিকশায় একটি পলিথিন ব্যাগ লক্ষ করেন। ব্যাগটি খুলে দেখেন ব্যাগে ১ লাখ ৮৬ হাজার টাকা।

টাকা পাওয়ার বিষয়টি রিক্সা চালক ফয়সাল লামা বাজারের ব্যবসায়ী কমিটির সেক্রেটারী জাপান বড়ুয়া ও লামা অটো রিকশা মালিক সমিতির সেক্রেটারী মো. ইউছুপকে জানায়। তারা টাকার মালিক জোবায়েরকে ডেকে বেলা ১ টায় লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, লামা অটো রিকশা মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন সেলিমসহ অন্যান্যদের উপস্থিতিতে টাকাগুলো জোবায়েরের হাতে তুলে দেন।

রিক্সাচালক ফয়সাল বলেন, আমি শ্রম দিয়ে যা উপার্জন করি তাতে সন্তুষ্ট। এই টাকা আমার না। প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দিতে পেরে আমি আনন্দিত।

টাকার মালিক মো. জোবায়ের বলেন, আমি এনজিও সমিতি থেকে ঋণ তুলে দোকানের মালামাল ক্রয় করতে যাচ্ছিলাম। এই টাকা হারিয়ে গেলে আমার পথে বসা ছাড়া আর কোন উপায় ছিলনা। ফয়সালদের মত সৎ মানুষ আছে বলে পৃথিবীটা এখনও টিকে আছে।

পরে টাকার মালিক জোবায়ের রিক্সা চালকের সততা ও নিষ্ঠায় খুশি হয়ে ৫ হাজার টাকা পুরস্কার দেন।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু

গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চারদিনে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ টাকা

১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সুপ্রিমকোর্টের রায়ে ইমরান খান ক্ষমতায় ফেরার আশা

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর