মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানী প্রায় ফাঁকা

Dhaka fakaস্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। একারণে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে ব্যস্ত নগরী ঢাকা। চোখে পড়েনি নিত্যকার চিরচেনা সেই যানজট। রোববার সকাল নাগাদ ঢাকার বেশিরভাগ রাজপথই তুলনামূলকভাবে ফাঁকা হয়ে গেছে।

বিপণীবিতান সংলগ্ন সড়কগুলো ছাড়া রাজধানীর অন্যান্য সড়কে যানবাহনের ভিড়ও ছিল অনেক কম। শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের আগে কেবল রোববারই অফিস খোলা। আর ঈদের ছুটি সোম থেকে বুধবার পর্যন্ত। রোজা ত্রিশটি হলে বৃহস্পতিবারও ঈদের ছুটি থাকবে।

ফলে মাঝের একদিন ছুটি নিয়ে আগামী সপ্তাহের রোববার পর্যন্ত টানা নয়দিন অফিস যাবেন না অনেক কর্মজীবীই।  

রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ স্টেশন ঘুরে দেখা গেছে, ভিড়-ভাট্টার বিপত্তি উপেক্ষা করেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রোববার পরিবার-পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন। সকালের বৃষ্টি খানিকটা বিপত্তি ঘটালেও ভাটা পড়েনি বাড়ি ফেরার আনন্দে।

আর রাজধানীর প্রধান সড়কগুলোতে গাড়ির চাপ নেই বললেই চলে, ছিল না কোনো যানজট। মতিঝিল, ফার্মগেট, নিউ মার্কেট, যাত্রাবাড়ী কিংবা মহাখালী কোথাও গাড়ি থেমে থাকতে দেখা যায়নি।

এদিকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাওয়ায় চলাচলের বাড়তি সুবিধা নিয়ে শেষ সময়ের ঈদের কেনাকাটা করছেন নগরবাসী।

তবে গণপরিবহন না পেয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন বাস মালিকদের প্রতি। তাদের অভিযোগ, ঈদে বাড়তি ভাড়া পাওয়ার আশায় বিভিন্ন কোম্পানির অনেক বাসই যাত্রী নিয়ে ঢাকার আশপাশের জেলায় চলাচল করছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

রোববার সকালে রাস্তায় বাসের সংখ্যা কম হলেও পর্যাপ্ত সিএনজি চালিত অটোরিকশা ও রিকশার দেখা মিলেছে। তবে ভাড়া খানিকটা বেশি।

বেশি ভাড়ার প্রমাণও পাওয়া গেল রংপুর থেকে ঢাকায় রিকশা চালাতে আসা রমজান আলীর কথায়।

বললেন, বেশি ভাড়ার আশায় তিনি পরিবার পরিজনের সঙ্গে ঈদ না করে ঢাকায় থেকে গেছেন। পাশাপাশি ঈদের পর কম ভাড়ায় বাড়ি ফিরতে পারবেন- এমন তথ্যও দিলেন তিনি।