সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুমতি ছাড়াই তিতাস নদীর বালু উত্তোলন,ভাঙ্গন আতঙ্কে লক্ষাধিক মানুষ

Akhaura picআমির জাদা চৌধুরী :দ্বিতীয় তিতাস রেলওয়ে সেতুর জন্য অনুমতি ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। আর এতে ভাঙন আতঙ্কের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও আখাউড়ার বেশ কয়েকটি গ্রামের মানুষ। এমনকি বালু উত্তোলনের ফলে আখাউড়া রেলওয়ে জংশনও হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, তিতাস সেতু সংলগ্ন এলাকা থেকে গত কয়েকদিন ধরে দেদারছে বালু উত্তোলন করা হচ্ছে। দ্বিতীয় রেলওয়ে সেতু নির্মাণের জন্য এখান থেকে প্রায় এক কোটি ঘনফুট বালু উত্তোলন করা হবে। যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে এর মাত্র কয়েকফুট দূরেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রাম। সেখান থেকে বালু তোলে পাইপের মাধ্যমে এনে রাখা হচ্ছে রেলওয়ে সেতুর পাশেই। বালু উত্তোলনকারী ডিএনকো লিমিটেডের পরিচালক মো. খোরশেদ আলম অবশ্য জানিয়েছেন, অনুমতি নিয়েই এখান থেকে বালু উত্তোলনের কাজ শুরু হয়েছে। অনুমতি সংক্রান্ত কাগজপত্র ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসক ড. মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, এখনো বালু তোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। ভূমি মন্ত্রণালয় এ নিয়ে যেসব বিষয় জানতে চেয়েছে, তা লিখিত আকারে জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত বালু তোলা বন্ধ রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন, নারায়ন চন্দ্র দাস, মোহন দাস  জানান, জনবসতির পাশ থেকে বালু উত্তোলনের কারণে বেশ কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাবে। এভাবে বালু উত্তোলন না করার অনুরোধ করা হলেও সংশ্লিষ্টরা কর্ণপাত করছেন না। আখাউড়া পৌর এলাকার গোবিন্দ টিলার তারেক হোসেন ভূইয়া বলেন, ‘তিতাস ব্রিজের পাশে নদীটির প্রস্থ মাত্র ১২০ ফুট। এ অবস্থায় নদীর কিনার থেকে কিংবা মাঝ থেকেও যদি মাটি, বালু উঠিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় তাহলে কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়বে। এদিকে অপরিকল্পিতভাবে বালু উঠানো হলে আন্দোলনের হুমকি দিয়েছে এলাকাবাসী। স্থানীয় সরকারের অনেক জনপ্রতিনিধিও জানিয়েছেন বালু উত্তোলন বন্ধে শিগগিরই আন্দোলনের ডাক দেওয়া হবে। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে এখান থেকে বালু উঠানো হচ্ছে। এখান থেকে যে পরিমান বালু উত্তোলন করা হবে বলে শুনেছি তাতে কয়েকটি গ্রামের পাশাপাশি আখাউড়া রেলওয়ে জংশনও বিলীন হয়ে যাবে। বালু উত্তোলন বন্ধে আমরা ঈদের পর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।

 

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান