মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে মার্স ভাইরাসে ২৮৪ জনের মৃত্যু

mask virasমিডল ইস্ট রেস্পিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসে এ পর্যন্ত ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সৌদি আরব স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. খালেদ।তিনি জানান, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ৫৫১ জন এ রোগে আক্রান্ত হয়। এর মধ্যে ২৮৪ জনের মৃত্যু হয়েছে।

এই রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ার পরপরই সৌদি আরবের জনগণের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে গত মাসে কোনো কারণ না দেখিয়েই সৌদি স্বাস্থ্যমন্ত্রী ড. আবদুল্লাহ আল রাবিয়াহকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার স্থলে শ্রমমন্ত্রী আদেল ফাখিকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয়েছে। এখন তিনি শ্রম মন্ত্রণালয়ের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন।

এই ভাইরাস সৌদি আরব থেকে এখন বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে আরব আমিরাত, জর্ডান, কাতার, ওমান, কুয়েত, মিশর, তিউনিশিয়া, যুক্তরাজ্য, জার্মান, ফ্রান্স, মালয়েশিয়া, ফিলিফাইন ছাড়াও ইতালি, গ্রিস এবং নেদারল্যান্ডে এ রোগে আক্রান্তের খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে একজন বাংলাদেশি ডাক্তার ও একজন নারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।মার্স ভাইরাস থেকে সাবধান থাকার জন্য সরকারের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র কিছু পরামর্শ দিয়েছে। এগুলো হচ্ছে-

(১) নিয়মিত সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন ও পরিবারের ছোট শিশুদেরও এই অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করুন।

(২) হাঁচি বা কাশি দেয়ার সময় নাক ও মুখে টিস্যু ব্যবহার করুন ও সেটিকে যেখানে সেখানে না ফেলে ডাস্টবিন বা ময়লা রাখার ঝুড়িতে ফেলে দিন।

(৩) অপরিষ্কার হাতে আপনার চোখ, নাক কিংবা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।

(৪) ঘরের যে জিনিসপত্রগুলো বেশি ধরা হয় সেগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

 

এ জাতীয় আরও খবর

জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু

গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চারদিনে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ টাকা

১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সুপ্রিমকোর্টের রায়ে ইমরান খান ক্ষমতায় ফেরার আশা

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর