মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ , যেসব পণ্যে দাম বাড়বে ও কর কমেছে যে সব পণ্যে

budget_13_949885890২০১৪-১৫ অর্থবছরের বাজেটে মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

 দাম বাড়বে।  

এগুলো হচ্ছে জ্বালানি তেল, আমদানী করা মোবাইল ফোন, টায়ার-টিউব, বিলাস বহুল গাড়ি, হাইব্রিড গাড়ি, সোনা, টিউব লাইট, রেস্টুরেন্টের খাবার, দেশি-বিদেশি সিগারেট ও বিড়ি, এলপি গ্যাসের সিলিন্ডার, ব্যাটারি। 



কর কমেছে যে সব পণ্যে

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 

এছাড়া দৈনন্দিন জীবনের ব্যবহার্য শতাধিক পণ্যের সর্বনিন্ম ৫শতাংশ থেকে সর্বোচ্চ ৫০শতাংশ পর্যন্ত কর কমানোর সুপারিশ করেছেন তিনি। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব পেশ করেন। 

অর্থমন্ত্রী যেসব পণ্যে কর কমানোর প্রস্তাব করেছেন এগুলো হচ্ছে, মোবাইলের সিম কার্ড, মাছ, হিমায়িত চিংড়ি, দুগ্ধজাত খাদ্য, প্যাকেটজাত খাদ্য, ফলের রস, প্রসাধনী, সাবান হিসেবে ব্যবহৃত সারফেস এক্টিভ সামগ্রী, ডিটারজেন্ট, বিভিন্ন প্রকার পার্টিকেল বোর্ড, রেশম বস্ত্র রয়েছে। 



এছাড়া গার্মেন্টস পণ্য, টেক্সটাইল ফ্রেবিকস, গ্যাস টিউব, গ্লাস, অমসৃণ হীরা, ইমিটেশন জুয়েলারি, সব ধরনের জ্বালানিতে রান্নার উপযোগী তৈজসপত্র, দুই-চার স্টোক-হুইলার বিশিষ্ট অটোরিকশাসহ শতাধিক পণ্য।