মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আতঙ্ক ছড়াতে লাঠিচার্জ, কেন্দ্র দখলের চেষ্টা

B-Baria-Mapদুপুর ১২টায় আশুগঞ্জের বড় তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হঠাৎ করে উপস্থিত হয় পুলিশের স্টাইকিং ফোর্স। এসময় তারা লাইনে দাঁড়ানোর ভোটারদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন ভোটার আহত হন। আতঙ্কিত ভোটাররা লাইন ছেড়ে সরে দাঁড়ান। ভোটাররা অভিযোগ করেন সরকারি দল সমর্থিত হানিফ মুন্সির সমর্থকরা এক ঘণ্টা ধরে ভোটারদের জোর করে নির্ধারিত প্রতীকে ভোট দিতে বাধ্য করছিল। এর প্রতিবাদ করলে হুমকি দেয় তারা। এর কিছুক্ষণের মধ্যেই হাজির হয় পুলিশ। তারা কাউকে কিছু জিজ্ঞেস না করেই লাইনে দাঁড়ানোর ভোটারদের ওপর লাঠিচার্জ করে। এসময় সেখানে উপস্থিত থেকে ভোটারদের ভয়ভীতি দেখান শিক্ষক নেতা শাহজাহান সাজু। ভোটারদের অভিযোগ আতঙ্ক ছড়িয়ে জাল ভোট দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। কিছুক্ষণ পরই সেখানে সেনাবাহিনী ও র‌্যাব এবং একজন নির্বাহী ম্যাস্টিট্রেট উপস্থিত হলে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রেজাউল আজাদ বলেন, হঠাৎ করেই স্ট্রাইকিং ফোর্স আসার পর কেন্দ্রের আশপাশে থাকা কিছু লোকজন ছোটাছুটি শুরু করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। তবে কেন্দ্রে অনিয়মের কথা তিনি অস্বীকার করেন। এদিকে আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রওশন আরা জলিল বালিকা উচচ দ্যিালয় ও তালশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের সরব উপস্থিতি।