বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পাল্টাপাল্টি দোষারোপের শিকার এলপিজির গ্রাহক

লুৎফর রহমান কাকন
সরকার দাবি করছে এলপিজির কোনো সংকট নেই। কিন্তু এলাকায় এলাকায় ঘুরেও গ্রাহকরা এলপিজির বোতল না পেয়ে এই শীত মৌসুমে পড়েছেন মহাসংকটে, যা-ও পাওয়া যাচ্ছে, এলাকাভেদে ১৫০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত বাড়তি দামে কিনতে হচ্ছে। এই সংকটের জন্য এলপিজি আমদানিকারক ও পরিবেশক সমিতি তথা খুচরা বিক্রেতারা পরস্পরকে দোষারোপ করছে। তাদের এই দোষারোপের শিকার হচ্ছেন রাজধানী ঢাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। গ্রাহকদের ভোগান্তি চরমে ওঠার পর অবশেষে বাড়তি দামে এলপিজি বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে সরকার। গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে নওগাঁয় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁয় বিভিন্ন কাজে ব্যবহৃত এলপিজি বোতলের তীব্র সংকট চলছে। সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে গ্রাহকদের এলপিজি বোতল কিনতে বাধ্য করা হচ্ছে। প্রচণ্ড শীতের মধ্যে জ¦ালানি সংকটে মানুষ ভোগান্তি চরমে ওঠে। বাড়তি দাম দিয়েও এলপিজি না পাওয়ায় জনমনে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে এলপিজি গ্যাসের তীব্র সংকটে রান্নার চুলা বন্ধ হয়ে যায। স্থবির হয়ে পড়ে অনেক শিল্পকারখানা। ময়মনসিংহের হালুয়াঘাটে ১ হাজার ২৫০ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়, যাতে গুনতে হচ্ছে অতিরিক্ত সাড়ে ৭০০ টাকা। এ ছাড়া পটুয়াখালীর বাউফলে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫০ টাকায়। রাজধানী বিভিন্ন স্থানে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে।

এই অবস্থায় তীব্র আলোচনা শুরু হলে গত রবিবার রাতে এলপিজি অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়ে বলা হয়, শীতের জন্য জাহাজভাড়া বৃদ্ধি, ইউরোপে জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও কিছু কারণে সরবরাহ সংকট ঘটেছে। তবে বর্তমান মজুদ সন্তোষজনক। আমদানি পর্যায়ে সর্বোচ্চ সীমা থাকবে না বলে জ্বালানি বিভাগের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। তবে কিছু খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করছেন। এতে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছেন এবং বাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এ জন্য খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানায় তারা।

লোয়াবের পক্ষ থেকে বলা হয়, দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা মূল্য হঠাৎ বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি বাড়ছে। তবে এটা খুচরা ব্যবসায়ীদের কারণে হচ্ছে। লোয়াব মন্ত্রণালয়ে সঙ্গে বৈঠক করে বিবৃতিতে আরও জানায়, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে কিছু খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করছেন। এ অবস্থায় অতিরিক্ত মূল্যে বিক্রি করা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে সংগঠনটি। ভোক্তা স্বার্থরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি, আইন প্রয়োগ ও বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে লোয়াবের বিবৃতিতে। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ আহসানুল জব্বার স্বাক্ষরিত ওই বিবৃতিতে এলপিজি খাতে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এদিকে

এলপিজি সংকট নিয়ে উপদেষ্টার নির্দেশে গত শনিবারও জ¦ালানি বিভাগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর জ্বালানি বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুচরা পর্যায়ে এলপিজির বাজার স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বমুখী। বর্তমানে এলপিজির পর্যাপ্ত মজুদ আছে। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নভেম্বরের চেয়ে ডিসেম্বরে এলপিজি আমদানি বেড়েছে। তাই এলপিজি সরবরাহ কমার যৌক্তিক কারণ নেই। এলপিজির দাম বাড়তে পারে; এটি জেনে খুচরা বিক্রেতারা এ সংকট তৈরি করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসনকে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে এলসি সহজ করা, ভ্যাট কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, সরকারের নির্দেশনার পর দেশের বিভিন্ন এলাকায় খুচরা ব্যবসায়ীদের ওপর নজরদারি ও অভিযান করেছে প্রশাসন। বিষয়টি নিয়ে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সেলিম খান খান আমাদের সময়কে বলেন, এলপিজি সংকট মূলত আমদানিকারকদের কারণে। আমদানিকারকরা কম আমদানি করছে অথবা কম সরবরাহ করছে ফলে বাজারে এলপিজির সংকট। অথচ পুরো দায় খুচরা ব্যবসায়ী ও ডিলারদের ওপর চাপিয়ে দিয়ে দেশের বিভিন্ন জায়গায় তাদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, আমরা এর প্রতিবাদ জানাই। এ ছাড়া খুচরা ব্যবসায়ীদের হয়রানি বন্ধ ও এলপি গ্যাস সংকট মোকাবিলায় করণীয় নিয়ে আগামী ৭ জানুয়ারি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

অন্যদিকে এলপিজি আমদানির ক্ষেত্রে কিছু সংকট তৈরি হওয়ার দায় লোয়াব থেকে সরকারের ওপর চাপানো হয়েছে। তারা বলছে, সরকার এলপিজি আমদানি জটিল করে তুলেছে। লোয়াব বলছে, দেশে ২৮টি কোম্পানি এলপিজি ব্যবসা করে। এর মধ্যে ২৩টি কোম্পানির আমদানির অনুমোদন আছে। যদিও এখন মূলত ছয়টি কোম্পানি বেশির ভাগ এলপিজি আমদানি করে। আরও চারটি সীমিত পরিসরে আমদানি করে। তারা বলছে, বেশি পরিমাণে এলপিজি আমদানি করতে চাইলোও সরকার অনুমোদন দেয়নি। এ ছাড়া এলপিজি আমদানি কঠিন করায় অনেকে ব্যবসাই ছেড়ে দিয়েছে।

বিষয়টি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, খুচরা ব্যবসায়ীরা বাজারে এলপিজির কৃত্রিম সংকট তৈরি করেছে। বাজানে নজরদরির জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রয়োজনে বেশি পরিমাণ এলপিজি আমদানি অনুমতি দেওয়া হবে।

এদিকে সর্বশেষ গত রবিবার বিকালে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে বাড়ল ৪ টাকা ৪২ পয়সা বাড়ানো হয়েছে। চলতি জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা, যা গত রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। গত ডিসেম্বর মাসে দাম ছিল এক হাজার ২৫৩ টাকা। অর্থাৎ জানুয়ারিতে ১২ কেজিতে দাম বেড়েছে ৫৩ টাকা।

মিরসরাইয়ে সংকট : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে এলপিজি গ্যাস সংকট। পূর্ব ঘোষণা ছাড়াই বাজারে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল-রেস্টুরেন্ট, ক্ষুদ্র শিল্পকারখানা ও ব্যবসায়ীরা। রান্নার চুলা বন্ধ, হোটেলে খাবার নেই, কারখানায় উৎপাদন ব্যাহত সব মিলিয়ে মিরসরাইজুড়ে চলছে মানুষের হাহাকার। মিরসরাই এলাকায় প্রাকৃতিক গ্যাস সংযোগ না থাকায় এসব প্রতিষ্ঠান প্রায় পুরোপুরি এলপিজি গ্যাসের ওপর নির্ভরশীল। ফলে হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চাহিদার বিপরীতে সংকট চরম আকার ধারণ করেছে। স্থানীয় বিএম গ্যাস ও যমুনা গ্যাসের ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। মিঠাছড়া যমুনা গ্যাসের ডিলার আবুল হাসেম বলেন, কোম্পানি থেকে নিয়মিত গ্যাস আসছে না; যা আসছে, তা মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে।

বিভিন্ন স্থানে সংকট ও অভিযান : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যকে তোয়াক্কা না করে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে চরম অনিয়ম ও নৈরাজ্যের অভিযোগ উঠেছে। বিইআরসি নির্ধারিত মূল্যের তুলনায় প্রায় ৭০০ থেকে ৭৫০ টাকা বেশি দামে গ্যাস বিক্রি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। বর্তমানে বাজারে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য প্রায় ১ হাজার ৩০৬ টাকা হলেও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে তা বিক্রি করা হচ্ছে এক হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

পটুয়াখালী জেলার সর্বত্র সরকার নির্ধারিত ১৩০৬ টাকা দামের গ্যাস সিলিন্ডার খুচরা বাজারে ১৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তারা জানান, প্রতি সিলিন্ডারে অতিরিক্ত প্রায় ১৫০ টাকা গুনতে বাধ্য হচ্ছেন।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এলপিজি গ্যাসের দাম মনিটরিং ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স আলিফ গ্যাস স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

খাগড়াছড়িতে এলপি গ্যাসের ডিলারের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করেছে। ১২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় খাগড়াছড়িতে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে খাগড়াছড়ি বাজারের এলপিজি গ্যাসের ডিলার মেসার্স জননী ট্রেডার্স, মেসার্স এস ডি ট্রেডার্স ও মেসার্স মাহফুজা ট্রেডার্সকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নওগাঁয় সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতাকল বিকেলে শহরের সুলতানপুর এলাকায় অবস্থিত শুভ অ্যান্ড বাদ্রার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক (এডি) রুবেল আহমেদ।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেন সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রতিনিধিরা।

 

এ জাতীয় আরও খবর

টানা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

গুম হওয়া ব্যক্তির সম্পত্তি বণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত

বিয়ে করলেন পাকিস্তানের তারকা পেসার

স্বামীর সিনেমার পোস্টারে দুর্ধর্ষ সামান্থা

জকসুর ২৯ কেন্দ্রে ৫০৪ ভোটে এগিয়ে ভিপি প্রার্থী রিয়াজুল

সালিস করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক

যৌন নিপীড়নের অভিযোগে রাবিশিক্ষক সাদিকুল ইসলাম বরখাস্ত

যেকোনো আক্রমণকারীর হাত ‍আমরা কেটে ফেলব: ইরানের সেনাপ্রধান

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

অবিলম্বে ‘দলীয় ডিসিদের’ অপসারণ করতে হবে: ডা. তাহের

কারাগারে থাকা সাবেক মেয়র আতিককে স্ত্রী-কন্যাসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারি