যেকোনো আক্রমণকারীর হাত আমরা কেটে ফেলব: ইরানের সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার সতর্ক করে বলেছেন, ইরানের শত্রুদের ক্রমবর্ধমান বাগাড়ম্বর এবং হুমকিকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করা হবে এবং প্রতিপক্ষের যেকোনো ভুলের চূড়ান্ত জবাব দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষাপটেই এই মন্তব্য করেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। মেজর জেনারেল আমির হাতামি বলেন, ‘আমরা যেকোনো আক্রমণকারীর হাত কেটে ফেলব।’ ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আমির হাতামি বলেন, ‘ইরানের বিরুদ্ধে শত্রুদের তীব্র বক্তব্যকে হুমকি হিসেবে বিবেচনা করে তেহরান এবং এর ধারাবাহিকতায় চুপ থাকবে না ইরান। ইরানের বিরুদ্ধে যেকোনো শত্রুতাপূর্ণ পদক্ষেপের সুদূরপ্রসারী পরিণতি হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থা রক্ষার জন্য পূর্ণ শক্তি নিয়ে কাজ করবে।’
হাতামি সতর্ক করে বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী এখন যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় অনেক বেশি প্রস্তুত। শত্রুরা যদি ভুল হিসাব করে, তাহলে তাদের আরও শক্তিশালী এবং আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।’
গত বছরের জুন মাসে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ করছিলেন তিনি, যেখানে ১২ দিনের মধ্যে কমপক্ষে ১,০৬৪ জন নিহত এবং সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল। ২৪ জুন ইরান সফল প্রতিশোধমূলক অভিযান পরিচালনার পর আগ্রাসন বন্ধ করতে সক্ষম হয় বলে দাবি করেন তিনি।
সম্প্রতি ইরানে জাতীয় মুদ্রার অবমূল্যায়নের প্রতিক্রিয়ায় সারাদেশ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হস্তক্ষেপমূলক বক্তব্য ও হুমকির মধ্যেই এসব মন্তব্য করলেন মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেন, ‘এসব বিক্ষোভের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বা ইসরায়েলি শাসকগোষ্ঠীর ‘অপরাধী প্রধানমন্ত্রী’ বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো সম্পর্ক নেই।
সাম্প্রতিক অশান্তি সম্পর্কে বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘বিক্ষোভ যেকোনো দেশে একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক ঘটনা, কিন্তু বিক্ষোভকে দ্রুত দাঙ্গায় পরিণত করা অস্বাভাবিক এবং ইরানের ‘সংস্কৃতিসম্পন্ন জাতি’-এর সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এই ধরনের উন্নয়ন শত্রুদের পরিকল্পনার ফল।’
অন্যান্য দেশের মতো ইরানও অভ্যন্তরীণ সমস্যার মুখোমুখি হচ্ছে বলে স্বীকার করে তিনি বলেন, ‘শত্রুরা ইচ্ছাকৃতভাবে জনগণের ক্ষতি করার দিকে মনোনিবেশ করছে এবং এটি উপেক্ষা করা উচিত নয়।’ নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে হাতামি বলেন, ‘দমনমূলক নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানি জনগণের ক্ষতি করা শত্রুদের কৌশলের অংশ।’
হাতামির মতে, বর্তমান বৈশ্বিক সময়কাল একটি “নতুন বিশ্ব ব্যবস্থা” গঠনের একটি প্রচেষ্টা। তিনি বলেন, ‘এই ধরনের প্রচেষ্টা বিশ্ব এবং অঞ্চলজুড়ে ব্যাপক নিরাপত্তা চ্যালেঞ্জ, অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলি শাসনব্যবস্থা পশ্চিমাদের জন্য একটি অগ্রগামী এবং প্রক্সি ঘাঁটি হিসেবে কাজ করে, এর অস্তিত্ব পশ্চিমা শক্তিগুলির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।’










