সালিস করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া থানায় সালিস করতে আসা মো. আক্কাস ছৈয়াল (৪৮) নামে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া।
মো. আক্কাস ছৈয়াল কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং উপজেলার বিঝারী ইউনিয়নের কাপাসপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার দুপুরে স্থানীয় একটি বিরোধ নিষ্পত্তির উদ্দেশে সালিস বৈঠকে অংশ নিতে নড়িয়া থানায় উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. আক্কাস ছৈয়াল। এসময় নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে নড়িয়া থানা পুলিশ।
ওসি মো. বাহার মিয়া বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ টু এর অংশ হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. আক্কাস ছৈয়ালকে কৌশলে থানায় ডেকে আনা হয়। পরে নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।’
তাকে আদালতে পাঠানোর জন্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।










