বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পশ্চিমাঞ্চলের চুগোকু অঞ্চলে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, জাপান টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে।তবে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে জাপানের শিন্দো স্কেলে কম্পনের মাত্রা পাঁচের কিছুটা বেশি ছিল। এই স্তরে ভারী আসবাবপত্র পড়ে যেতে পারে এবং চালকদের স্টিয়ারিংয়ে সমস্যা হতে পারে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, একই অঞ্চলে ৪ দশমিক ৫, ৫ দশমিক ১, ৩ দশমিক ৮ এবং ৫ দশমিক ৪ মাত্রার ছোট ছোট ভূমিকম্প আঘাত হেনেছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

ইউটিলিটি কোম্পানি চুগোকু ইলেকট্রিকের বরাত দিয়ে সম্প্রচারক এনএইচকে জানিয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিমানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অপারেটর জেআর ওয়েস্ট জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিনকানসেন বুলেট ট্রেন নেটওয়ার্কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ফুকুশিমার ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর দীর্ঘদিন বন্ধ থাকার পর ডিসেম্বর ২০২৪ থেকে ইউনিটটি পুনরায় চালু করা হয়।

 

এ জাতীয় আরও খবর

টানা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

গুম হওয়া ব্যক্তির সম্পত্তি বণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত

বিয়ে করলেন পাকিস্তানের তারকা পেসার

স্বামীর সিনেমার পোস্টারে দুর্ধর্ষ সামান্থা

জকসুর ২৯ কেন্দ্রে ৫০৪ ভোটে এগিয়ে ভিপি প্রার্থী রিয়াজুল

সালিস করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক

যৌন নিপীড়নের অভিযোগে রাবিশিক্ষক সাদিকুল ইসলাম বরখাস্ত

যেকোনো আক্রমণকারীর হাত ‍আমরা কেটে ফেলব: ইরানের সেনাপ্রধান

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

অবিলম্বে ‘দলীয় ডিসিদের’ অপসারণ করতে হবে: ডা. তাহের

কারাগারে থাকা সাবেক মেয়র আতিককে স্ত্রী-কন্যাসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারি