মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিম্ন আদালতে মাসব্যাপী অবকাশ শুরু

news-image

আদালত প্রতিবেদক : সারাদেশের নিম্ন আদালতে মাসব্যাপী বাৎসরিক অবকাশ মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অবকাশ চলবে।

সারাদেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল এই অবকাশের আওতায় থাকবে। অবকাশকালে এসব আদালতে বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে সারাদেশের ম্যাজিস্ট্রেট আদালত এই ছুটির আওতাবহির্ভূত থাকছে।

‎এদিকে, অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খানকে জরুরি মামলাসমূহ নিষ্পত্তি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৮, ৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

‎অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকেদায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৯, ১০, ১১, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

‎ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বাৎসরিক ছুটির আওতাবহির্ভূত রয়েছে।

‎‎এ বিষয়ে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন,‘প্রতি বছরের মতো এবারও নিম্ন আদালতে অবকাশ শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ঢাকার চিফ মেট্র্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থানার সাথে রিলেটেড থাকায় এসব আদালত কখনো বন্ধ হয় না। মামলার অনেক চাপ থাকে। রেওয়াজ অনুযায়ী অবকাশ শুরু হয়েছে।’

‎জানা গেছে, দুই বছর আগেও চিফ মেট্র্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সঙ্গে বিশেষ জজ আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে অবকাশকালীন সময়ে বিচারকাজ চলত। গত বছর থেকে এই দুই আদালতে ছুটি শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকার ৬ষ্ঠ বিশেষ জজ আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম।