শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাদেজা-কারেনকে রাজস্থানে দিয়ে ১৮ কোটিতে স্যামসনকে আনল চেন্নাই

news-image

স্পোর্টস ডেস্ক : গুঞ্জন চলতেছিল বেশ কিছুদিন ধরেই। আইপিএলে নিজেদের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনের বিনিময়ে উইকেটকিপার ব্যাটার সাঞ্জু স্যামসনকে পেতে চায় চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত সত্যি হলো গুঞ্জনই।

১৮ কোটি রুপিতে চেন্নাইয়ে যোগ দিচ্ছেন কেরালার সন্তান স্যামসন। আর ১৬ বছর পর নিজের পুরনো দল রাজস্থান রয়্যালসে ফিরে যাচ্ছেন জাদেজা। তার সঙ্গে যাচ্ছেন ইংল্যান্ডের কারেনও।

এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সাঞ্জু স্যামসন এবার চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করবেন। ১৮ কোটি রুপির বিনিময়ে চেন্নাইয়ে যোগ দিয়েছেন সাঞ্জু। বাণিজ্যিক চুক্তি অনুযায়ী চেন্নাই থেকে রাজস্থানে যোগ দিচ্ছেন রবীন্দ্র জাডেজা। তার আইপিএল বেতন ১৮ কোটি রুপি থেকে কমে ১৪ কোটি টাকা হচ্ছে। ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনকেও ছেড়ে দিয়েছে চেন্নাই। তিনি ২ কোটি ৪০ লাখ রুপিতে যোগ দিচ্ছেন রাজস্থানে।’

আইপিএলে স্যামসনের সঙ্গে রাজস্থানের সম্পর্ক দীর্ঘদিনের। ২০২১ সালে এই দলটির অধিনায়ক হন তিনি। চোটের কারণে গত মৌসুমে সব ম্যাচ খেলতে পারেননি তিনি। ৯টি ম্যাচ খেলে করেছিলেন ২৮৫ রান। অন্যদিকে, ২০০৮ সালে রাজস্থানের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল জাদেজার। রাজস্থানের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৪৩০ রান। ৬টি উইকেটও নিয়েছেন। ২০১২ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলেছেন জাদেজা।

এদিকে, ডেভন কনওয়েকেও ছেড়ে দিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। ২০২৩ সালে চেন্নাইয়ের হয়ে ১৫টি ম্যাচে ৫১.৬৯ গড়ে ৬৭২ রান করেছিলেন কনওয়ে। ২০২৪ সালের আইপিএলে তাকে পায়নি চেন্নাই। গত মৌসুমে সাফল্য পাননি কনওয়ে। ৬ ম্যচে ১৫৬ রান করেন। তাই তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ। গত নিলামে নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল চেন্নাই।

 

এ জাতীয় আরও খবর

ঢাকার আবহাওয়া আজ থাকবে যেমন

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, খতমে নবুওয়ত মহাসম্মেলন চলছে

আওয়ামী লীগ দুষ্কৃতকারীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে: শফিকুল আলম

আমি মানবতাবিরোধী অপরাধ করিনি

সন্তানদের প্রকৃত শিক্ষায় গড়ে তুলতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

আশরাফুলকে হত্যার চাঞ্চল্যকর তথ্য জানাল র‍্যাব

হিরো আলম গ্রেপ্তার

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতের শীর্ষ নেতারা

পর্যটনে যুক্ত হলো শতবর্ষী প্যাডেল স্টিমার

গণভোটের চারটি প্রশ্নের একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়

আরএমপি কমিশনারকে আদালতে হাজিরের নির্দেশ

জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার