বাংলাদেশ সফরে উইন্ডিজের ওয়ানডে দলে নতুন মুখ অগাস্টে
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের সিরিজের জন্য ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার অ্যাকিম অগাস্টে। তবে ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন অভিজ্ঞ ওপেনার এভিন লুইস। তার পরিবর্তে অগাস্টেকে ডাকা হয়েছে।
এছাড়া টেস্ট দলে ভারত সফরে অভিষেক হওয়া খারি পিয়েরে ফিরেছেন ওয়ানডে দলে। যেখানে তিনি থাকবেন তৃতীয় স্পিনার হিসেবে গুডাকেশ মোটি ও অলরাউন্ডার রোস্টন চেজের সঙ্গে। আর এক বছর পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন অ্যালিক আথানাজে, যিনি সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তার ১৩তম ওয়ানডে খেলেছিলেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দেওয়া এক বিবৃতিতে প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, ‘অ্যাকিমের অন্তর্ভুক্তি বোঝায় যে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট উদীয়মান প্রতিভাবানদের জন্য আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানোর একটি ধারাবাহিক পথ তৈরি করছে। সে ভবিষ্যতের খেলোয়াড়—অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র পর্যায়ে উঠে এসেছে এবং এ বছর আমাদের অ্যাকাডেমি থেকে আন্তর্জাতিক দলে জায়গা পাওয়া আরেকজন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটেই দলে রাখা হয়েছে শামার জোসেফকে, যিনি ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি। একই কারণে বিশ্রামে ছিলেন স্পিনার গুডাকেশ মোটি। যাকে আগামী বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অতিরিক্ত চাপ থেকে বাঁচাতে বিশ্রাম দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সফরটি হবে এই বছরে ওয়েস্ট ইন্ডিজের শেষ দিকের একটি সিরিজ।
টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন বাঁহাতি পেসার রামন সিমন্স এবং উইকেটকিপার-ব্যাটার আমির জাঙ্গু। জাঙ্গু থাকবেন অধিনায়ক শাই হোপের ব্যাকআপ হিসেবে। সাম্প্রতিক সিপিএল ২০২৫ মৌসুমে বার্বাডোস রয়্যালসের হয়ে ১৩ উইকেট নেওয়া সিমন্স গত মাসে নেপালের বিপক্ষে মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টিতেই ৪ উইকেট নিয়ে নজর কাড়েন।
সিরিজের আগে উপ-মহাদেশের পরিবেশে খেলোয়াড়দের মানিয়ে নিতে বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করেছে উইন্ডিজ। চেন্নাই সুপার কিংস একাডেমিতে প্রস্তুতি নেবেন গুডাকেশ মোটি, কেইসি কার্টি, শারফেইন রাদারফোর্ড, অ্যাকিম অগাস্টে ও আমির জাঙ্গু।
বাংলাদেশ সফরের সময়সূচি:
ওয়ানডে সিরিজ: ১৮, ২১ ও ২৩ অক্টোবর (সব ম্যাচ ঢাকায়)
টি-টোয়েন্টি সিরিজ: ২৭, ২৯ ও ৩১ অক্টোবর (সব ম্যাচ চট্টগ্রামে)
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, অ্যাকিম অগাস্টে, জেদিয়াহ ব্লেডস, কেইসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খারি পিয়েরে, শারফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, অ্যাকিম অগাস্টে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শারফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, রামন সিমন্স।