সারাদেশে ভারী বৃষ্টি, চলবে বুধবার পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক : মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে এরই মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে। পূর্বাভাসে বলা হয়, বৃষ্টিপাতের এই ধারা আগামী বুধবার পর্যন্ত চলতে পারে। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের ৯টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর পূর্বাভাস ও সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের ৯টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। সাময়িক প্লাবনের ঝুঁঁকিতে থাকা জেলাগুলো হলো- রংপুর,
লালমনিরহাট, নীলফামারি, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনী।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া আগামী ৭২ ঘণ্টা বুধবার সকাল ৯টা পর্যন্ত এই চার বিভাগের পাশাপাশি রাজশাহী, ঢাকা এবং তৎসংলগ্ন উজানে ভারতের তিনটি রাজ্য ছাড়াও মেঘালয়, সিকিম ও বিহারে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
বন্যার পূর্বাভাস কেন্দ্র বলছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাতের ফলে রংপুর বিভাগের দুধকুমার ও তিস্তাসহ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। এসব নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। এ সময়ে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও হালদা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গোমতী ও সেলোনিয়া নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। এ সময়ে মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদ-নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। এসব নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তবে এর পরবর্তী দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
দেশের বিভিন্ন স্থানে গত শনিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। রাজধানীর আকাশ গতকাল রবিবার সকাল থেকেই মেঘে ঢেকে যায়। সকাল ৮টার পর থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি তীব্রতাও বাড়তে থাকে। বেলা ১১টার পর ভারী বৃষ্টিতে রূপান্তর হয়। তবে বিকাল ২টার পর কিছু সময় বৃষ্টি কমলেও সন্ধ্যার পূর্বে আরেক দফা ভারী বৃষ্টি হয়। আবহাওয়া অফিস বলছে, আগামী বুধবার পর্যন্ত একটানা বৃষ্টি না হলেও থেমে থেমে ভারী বৃষ্টি হতে পারে। তবে গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে ব্যাপকভাবে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার রাত থেকে এখন বিকাল পর্যন্ত চট্টগ্রামে ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। সিলেট ও শ্রীমঙ্গলে বৃষ্টির পরিমাণ ছিল যথাক্রমে ৪৮ ও ৪৭ মিলিমিটার। রাঙামাটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। বৃষ্টি ঝরছে উত্তরের জেলাগুলোতেও। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃষ্টির পরিমাণ ছিল ৬৯ মিলিমিটার। হাওরের জেলা কিশোরগঞ্জের নিকলিতে ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস।