ভোটের হিসাবে ঘুরে ফিরে চারটি দল
শাহজাহান মোল্লা
নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় বর্তমানে ৫৫টি রাজনৈতিক দল রয়েছে। সংখ্যায় অনেকগুলো দল থাকলেও বিগত নির্বাচনগুলোর ভোটের পরিসংখ্যান বা সংসদে প্রতিনিধিত্বকারী দলের প্রতিনিধি হিসেবে ঘুরে-ফিরে চারটি দলই মুখ্য। বাংলাদেশের স্বাধীনতাপরবর্তী সময়ে সরকার গঠন করার দিক দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে। জাতীয় পার্টি একবার সরকার গঠন করার সুযোগ পেয়েছে। অন্যদিকে এককভাবে সরকার গঠনের সুযোগ না পেলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর একাধিক নেতা মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন, বিএনপির সঙ্গে জোট করার সুবাদে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে এই চারটি দল নিয়েই বেশি আলোচনা। অন্যান্য দল তালিকায় থাকলেও মাঠপর্যায়ে তাদের সাংগঠনিক কাঠামো ও ভোটের হিসাবে খুব বেশি আলোচনায় আসতে পারেনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ভোটের অংক পাল্টে গেছে। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন
স্থগিত থাকায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণের সুযোগ নেই। শুধু তাই নয়, বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী যেসব দল অংশগ্রহণ করেছে, সেসব দলের শীর্ষ নেতারা অনেকেই জেলে বা পলাতক। তাই সেই দলগুলোর সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ভোটে অংশগ্রহণ করবে কিনা তার পরিষ্কার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না।
বিগত নির্বাচনগুলোর ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বিএনপি-আওয়ামী লীগের ভোটের হার প্রায় সমান। কখনো বিএনপির, কখনো আওয়ামী লীগের ভোটের হার বেশি ছিল। এই দুই দলের ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট পাওয়ার রেকর্ড রয়েছে। যেসব নির্বাচনে বিএনপি-আওয়ামী লীগসহ অধিকাংশ দল অংশগ্রহণ করেছে, সেই নির্বাচনের পরিসংখ্যানও সাক্ষ্য দিচ্ছে দল দুটির ভোটের হার প্রায় সমান। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ৩০ থেকে ৩৫ শতাংশ ভোটার রয়েছে। এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, তাই তাদের কমপক্ষে ২৫ শতাংশ ভোটার ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের ধারণা, আওয়ামী লীগ থেকে কিছু ভোট হয়তো ছুটে যাবে, কিন্তু দলের কর্মী ও নিবেদিত সমর্থকরা হয়তো কেন্দ্রেই যাবেন না। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পেলে বা অংশগ্রহণ না করলেও নির্বাচনের আইনগত গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। তবে নীতিগত প্রশ্ন উঠতে পারে।
বিগত নির্বাচনের ভোটের পরিসংখ্যান ও বর্তমান প্রেক্ষাপটে আগামী নির্বাচন কেমন হতে পারে- এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ আমাদের সময়কে বলেন, আইনগতভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণের সুযোগ নেই। কিন্তু দলটির কম-বেশি ৩৫ শতাংশ ভোটার রয়েছে। যেহেতু দলটি সুযোগ পাবে না, তাই তাদের হয়তো ১০ শতাংশ ভোটার আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে ভোট দিতে পারেন। এই ভোটারের একটা অংশ যাবেন নিজেদের ব্যবসা-বাণিজ্য ও চাকরি টিকিয়ে রাখার জন্য। কিছু যাবেন বিএনপি বা অন্য দলের সঙ্গে আত্মীয়তার সম্পর্কের কারণে, আর কিছু সংখ্যালঘু ভোটার যাবেন নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে। কিন্তু যারা আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী-সমর্থক রয়েছেন, তারা কেন্দ্রে যাবেন বলে মনে হয় না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ আওয়ামী লীগ যেসব নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেসব নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে- এই দুটি দল যত শতাংশ ভোট পেয়েছে, বাকি ২৮টি বা ৫৩টি দলের সম্মিলিত ভোটের হার তার চেয়ে কম। এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রথম সারির সব নেতা দেশে না থাকায় আগামী নির্বাচনে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে দলটি। আর এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রনেতাদের নেতৃত্বে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোটারদের কাছে নতুন হলেও বেশ আলোচিত। যদিও দলটির নিবন্ধন এখনও চূড়ান্ত হয়নি। নতুন এই দলের ভোটপ্রাপ্তির হার কেমন হবে তা সময়ই বলে দেবে। তবে অনেকের মধ্যে দলটি নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি নতুন দলের ব্যাপারেও মানুষের আগ্রহ রয়েছে।
অন্যদিকে ৫ আগস্টের পর দেশে ইসলামভিত্তিক দলগুলো আলোচনায় রয়েছে। তবে অতীতের নির্বাচনে অংশগ্রহণকারী ইসলামভিত্তিক দলগুলোর ভোটের পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, জামায়াত ছাড়া অন্যান্য দলের অবস্থান উল্লেখযোগ্য নয়। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ভোটের হিসাব পাল্টে গেছে। যার প্রতিফলন কিছুটা পরিমাণে দেখা যাচ্ছে বিশ^বিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে। এই প্রেক্ষাপটে ভোটার এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে ভোটের অংক বদলে যেতে পারে।
জনসমর্থনের দিক দিয়ে দেশের শীর্ষ দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের অংশগ্রহণে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে অংশ নেয় ৭৫টি দল। তখন নিবন্ধনের বাধ্যবাধকতা ছিল না। পঞ্চম সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ১৪০টি আসন পায় বিএনপি। আওয়ামী লীগ পায় ৮৮টি। ভোট পড়ে ৫৫ দশমিক ৪ শতাংশ। সেবার বিএনপি ভোট পায় ৩০ দশমিক ৮১ শতাংশ; আওয়ামী লীগ পায় ৩০ দশমিক ০৮ শতাংশ। এক সঙ্গে মেলালে দুটি দল পায় ৬০ দশমিক ৮৯ শতাংশ। জামায়াত, জাতীয় পার্টিসহ বাকি সব দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে পায় ৩৯ দশমিক ১১ শতাংশ। নির্বাচনে ১২ দশমিক ১৩ শতাংশ ভোট নিয়ে ১৮টি আসনে জয় পায় জামায়াত। জাতীয় পার্টি পায় ৩৫টি আসন। তাদের বাক্সে ভোট পড়ে ১১ দশমিক ৯২ শতাংশ।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৮১টি দল অংশ নেয়। ৩০০ আসনে প্রার্থী ছিলেন ২ হাজার ৫৭৪ জন। তাদের মধ্যে ২৮১ জন ছিলেন স্বতন্ত্র। ৩০ দশমিক ৪৪ শতাংশ ভোট পেয়ে ১৪৬টি আসনে জয় পায় আওয়ামী লীগ। বিএনপি বিজয়ী হয় ১১৬টি আসনে; ভোট পায় ৩৩ দশমিক ৬১ শতাংশ। জাতীয় পার্টি পায় ৩২টি আসন। তাদের বাক্সে ভোট পড়ে ১৬ দশমিক ৪ শতাংশ। জামায়াত পায় তিনটি আসন; তাদের প্রতীকে ভোট পড়ে ৮ দশমিক ৬১ শতাংশ।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৫৪টি দল অংশগ্রহণ করে। সেবার ৩০০ আসনে প্রার্থী ছিলেন ১ হাজার ৯৩৫ জন। স্বতন্ত্র ছিলেন ৪৮৪ জন। সেই নির্বাচনে আওয়ামী লীগ পায় ৬২টি আসন। নৌকায় ভোট পড়ে ৪০ দশমিক ১৩ শতাংশ। বিএনপি ১৯৩টি আসনে জয়লাভ করে, তাদের বাক্সে ভোট পড়ে ৪০ দশমিক ৯৭ শতাংশ। ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট ১৪টি আসন পায়, ভোট ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। জামায়াত ১৭টি আসন পায়; তাদের ভোট ছিল ৪ দশমিক ২৮ শতাংশ। জাতীয় পার্টি ৪টি আসনে বিজয়ী হয়, ভোট ছিল ১ দশমিক ১২ শতাংশ।
অতীতের পরিসংখ্যান যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির ছক পাল্টে গেছে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও বিশ্লেষক আল মাসুদ হাসানুজ্জামান। তিনি আমাদের সময়কে বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক হিসাব-নিকাশ অনুযায়ী এগোবে। নির্বাচনী কুটচালে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে জোট বা পাল্টা জোট হওয়াটা স্বাভাবিক। দলগুলো কৌশলে এগোবে। আগামী নির্বাচনেও ব্যতিক্রম হবে বলে মনে হয় না।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনীতির হিসাব-নিকাশে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। আওয়ামী লীগের সহযোগী দলগুলো ভোটে অংশ নিতে পারবে কিনা সেটা জানতে শিডিউল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের ভূমিকা নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ক্রমেই দৃশ্যমান হচ্ছে। নির্বাচনী কৌশল তাদের আবর্তন করেই ঘটতে থাকবে, যা আগামী দিনে দেখা যাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতের ভোটের পরিসংখ্যান আগামী নির্বাচনে পাল্টে যেতে পারে। একটি দল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না। তাই তাদের ভোটার হয়তো অংশগ্রহণকারী দলগুলোতে ভাগ হয়ে যেতে পারে। কাজেই সব দলের অংশগ্রহণমূলক নিবাচন নিয়ে নৈতিকভাবে প্রশ্ন উঠলেও আন্তর্জাতিক অঙ্গনে হয়তো সেটা ধোপে টিকবে না।