বৈদেশিক ঋণ পরিশোধে চাপ বাড়ছে
আবু আলী
নতুন অর্থবছরের শুরুতেই বৈদেশিক ঋণ পরিশোধে বড় ধাক্কা খেল বাংলাদেশ। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ঋণ পরিশোধে ব্যয় হয়েছে ৪৪ কোটি ৬৬ লাখ ডলার, যা ঋণ ছাড়ের দ্বিগুণেরও বেশি। এর মধ্যে আসল ৩২ কোটি ৭৭ লাখ ডলার এবং সুদ বাবদ ১১ কোটি ৯০ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। অন্যদিকে এ সময়ে ঋণ ছাড় হয়েছে মাত্র ২০ কোটি ২৭ লাখ ডলার। ফলে একদিকে অর্থছাড় কমেছে, অন্যদিকে বেড়েছে পরিশোধের চাপ। আগের বছরের তুলনায় এ ব্যয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, বিগত সময়ে বাংলাদেশ বিভিন্ন মেগাপ্রকল্পে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ নিয়েছে। এসব ঋণের মধ্যে অনেকগুলোর গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেছে। এখন একসঙ্গে আসল ও সুদ পরিশোধ করতে হচ্ছে। এ ছাড়া শর্ত কঠিন ও সুদের হার তুলনামূলক বেশি হওয়ায় চাপ আরও বাড়ছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈদেশিক ঋণ পরিশোধ বাবদ ব্যয় হয়েছে ৪৪ কোটি ৬৬ লাখ ডলার। এর মধ্যে আসল ৩২ কোটি ৭৭ লাখ ডলার আর ১১ কোটি ৯০ লাখ ডলার ব্যয় হয়েছে সুদ পরিশোধে। জুলাইয়ে বিদেশি ঋণ পরিশোধে ব্যয় বাড়লেও কমেছে অর্থছাড়ের পরিমাণ। এ সময়ে বিদেশি ঋণ ছাড় হয়েছে ২০ কোটি ২৭ লাখ ডলার। খবর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক এবং ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান ড. শহীদুল জাহীদ আমাদের সময়কে বলেন, আমাদের সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমে গেছে। এ ছাড়া বিগত সরকারের ১৫ বছরে নানা প্রকল্পে বড় বড় বিদেশি ঋণ নেওয়া হয়েছে। এতে একদিকে বাড়ছে সুদের হার, অন্যদিকে আসল পরিশোধের কিস্তির পরিমাণ বাড়ছে বছর বছর। তিনি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন।
ইআরডির কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ বিগত সময়ে অনেক বড় বড় ঋণ নিয়েছে। এর অনেক ঋণের শর্ত কঠিন ছিল। পরিশোধের সময় কম, আবার সুদহারও বেশি। এর মধ্যে বেশ কিছু ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেছে। এ কারণে ঋণ পরিশোধ বেড়েছে। আগামীতে ক্রমান্বয়ে আরও বেড়ে যাবে।
জানা গেছে, ২০২৪-২৫ বছরে ৪০৯ কোটি ডলার শোধ করতে হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। চলতি ২০২৫-২৬ বছর এটা আরও বাড়বে। গত দুই বছরে এটি তিনগুণ হয়েছে। বিশেষজ্ঞরা জানান, ২০২৬ এর নভেম্বরে এলডিসি উত্তরণের পর তা বেড়ে যাবে আরও। এর ফলে চাপে পড়বে বৈদেশিক মুদ্রা খাত। এর ফলে সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি করবে। বাধাগ্রস্ত হবে ব্যালেন্স অব পেমেন্টের ভারসাম্য।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভবিষ্যতে ঋণ পরিশোধ আরও উদ্বেগ বাড়াতে পারে। কারণ বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশকে তুলনামূলক বেশি সুদে বিদেশি ঋণ নিতে হয়। অন্যদিকে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার কাছে নমনীয় ঋণ ছাড় কমেছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা উত্তরণের পর বিদেশি সহায়তার উৎস কমে যাবে। অন্যদিকে বিদেশি ঋণ নিয়ে এর সদ্ব্যবহার করতে পারি, এমন উদাহরণ নেই। এ জন্য দেশের অনেক প্রকল্পের সময় ও খরচ বেড়েছে। ভবিষ্যতে ঋণের সরবরাহের চাপ বাড়বে। বিদেশি ঋণ পরিস্থিতি ধীরে ধীরে অসম্ভব উদ্বেগের জায়গায় যাচ্ছে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশাল রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। ফলে শুরু হওয়া নতুন অর্থবছরও সঙ্গী হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক চাপ।
অন্যদিকে বাজেট সহায়তা ও প্রকল্পের নামে ঢালাওভাবে নেওয়া বিদেশি ঋণ এখন সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একদিকে বাড়ছে সুদের হার, অন্যদিকে আসল পরিশোধের কিস্তির পরিমাণ বাড়ছে বছর বছর। সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করেছে ডলার রেট। টাকার মান কমে যাওয়ায় বিদেশি ঋণ পরিশোধে সরকারকে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।
বাজেটের সঙ্গে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে বিদেশি ঋণের ঝুঁকির বিষয়টি তুলে ধরে বলা হয়েছে মেয়াদপূর্তি, গ্রেস পিরিয়ড শেষ হওয়া এবং টাকার অবমূল্যায়নের কারণে আগামী বছরগুলোতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার অবমূল্যায়নের ফলে টাকার অঙ্কে বৈদেশিক ঋণ পরিশোধ ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে। কারণ একই পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে এখন আরও বেশি টাকার প্রয়োজন হচ্ছে। এ পরিস্থিতিতে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা বর্তমান তারল্য সংকট কাটিয়ে ওঠার জন্য ঋণ পরিশোধের কার্যকর ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।