ছাত্রীদের হলে পুরুষ সাংবাদিকদের প্রবেশে বাধা
জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট পর্যবেক্ষণে ছাত্র হলগুলোতে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ না থাকলেও ছাত্রী হলে রয়েছে বাধা।
জানা যায়, ছাত্রীদের ভোটকেন্দ্রে সাংবাদিকরা প্রবেশ করতে চাইলে বাঁধা দেয় প্রশাসন। তারা জানান, নারী হলে পুরুষ সাংবাদিকদের প্রবেশ নিষেধ। এ দিকে নারী সাংবাদিকদের উপস্থিতি কম থাকায় নারী হলগুলোর পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া কঠিন হয়ে যাচ্ছে।
এ বিষয়ে জাকসু নির্বাচনের নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘আমরা সব বিষয় বিবেচনায় এসব বিধিনিষেধ দিয়েছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই সিদ্ধান্ত। এ ছাড়া নারী সাংবাদিকরা তো প্রবেশ করতে পারছেনই।’
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
জাকসু নির্বাচনে ২৫ পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে নয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।