সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোহলির অবসরে স্ত্রী আনুশকার আবেগঘন বার্তা

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় টেস্ট ক্রিকেটে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। কেননা সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তার এই সিদ্ধান্তের পর তার স্ত্রী ও অভিনেত্রী আনুশকা শর্মা একটি আবেগঘন বার্তা দিয়েছে

আনুশকা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাই তোমার রেকর্ড আর মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের পানি, যা তুমি কখনও কাউকে দেখাওনি। সেই সব লড়াই, যা কেউ দেখেনি। আর ক্রিকেটের এই ফরম্যাটকে তুমি যে নিঃশর্ত ভালোবাসা দিয়েছ।’

তিনি আরও লেখেন, ‘আমি সবসময় ভেবেছিলাম তুমি সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে। কিন্তু তুমি সবসময় তোমার হৃদয়ের কথা শুনেছ। তাই শুধু এটুকুই বলব—এই বিদায়, এ ধরনের বিদায়-অভিবাদন তোমার একশো ভাগ প্রাপ্য ছিল।’

মূলত এই বার্তায় আনুশকা কোহলির কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং মানসিক সংগ্রামের কথা তুলে ধরেছেন, যা সাধারণ দর্শকের চোখে পড়ে না। তিনি উল্লেখ করেছেন, প্রতিটি টেস্ট সিরিজের পর কোহলি আরও পরিণত ও নম্র হয়ে উঠেছেন, এবং এই যাত্রার সাক্ষী হওয়া তার জন্য সৌভাগ্যের।

এর আগে কোহলি তার অবসর ঘোষণায় লিখেছেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আমাকে শিক্ষা দিয়েছে। সারাজীবন এই শিক্ষা বহন করব।’

এদিকে অবসরের পর, বিরাট ও আনুশকা তাদের মেয়ে ভামিকাকে নিয়ে বৃন্দাবনে গেছেন। যেখানে তারা আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

পাচারের টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে: বিবিসিকে ড. ইউনূস

হজ শেষে ফিরেছেন ২০৫০০ জন

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকেও জড়াতে চায় ইসরায়েল

বড় ধরনের অঘটন ছাড়াই কেটেছে ছুটির ১০ দিন

তেহরানে নতুন করে বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

প্রযোজককে অপহরণ করে ২৩ লাখ টাকা নিয়েছেন নায়িকা পূজা!

সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

প্রথম দিনের অনুশীলনে নেই মিরাজ

হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে