মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে পৃথক স্থানে মানববন্ধন

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : দেশব্যাপী ধর্ষণ, সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে নবীনগর সরকারি কলেজ রোডে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
এসময়, কলেজ ছত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রুবেলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-আপ্যায়ন সম্পাদক আরমান আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য ইয়াসিন আহমেদ রিমন, জুনায়েদ আহমেদ প্রমুখ।
অপরদিকে ‘নবীনগরের সর্বস্তরের ছাত্র ও বিপ্লবী জনতা’র ব্যানারে একদল শিক্ষর্থী আরেকটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নবীনগর সদর বাজারের সমবায় মার্কেটের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে একটি সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সাইফ ইসলাম মাহিম, মো. রিফাতুল ইসলাম, সিজার মাহমুদ, তানভীর, রনি খান, হৃদয়, রাহুল, শাহ্ পরান প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে তা দ্রুত কার্যকর করার জোর দাবি জানায়। এছাড়াও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

বিদেশযাত্রায় ভাটা নারী শ্রমিকের

বুয়েটে চান্স পাওয়া শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান

সংকটের শেষ নেই খুলনায়

ছেলের টিউশন ফি’র নামে একজন পাচার করেছেন ৫০০ কোটি টাকা

‘বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না’

পাগলের বেশে নারীদের সঙ্গে অশালীন আচরণ করা সেই যুবক গ্রেফতার

কয়েকদিনের মধ্যেই পাঠ্যবই বিতরণ শেষ হবে: ডেপুটি প্রেস সচিব

ড. আমিরুল ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন

বনানীতে নারী শ্রমিককে চাপা দেওয়া ট্রাকচালক গ্রেফতার

ট্রাম্প একজন ডিলমেকার, তাকে বলেছি আসুন ডিল করি: ড. ইউনূস

গন্তব্যে পৌঁছাতে ট্রেনযাত্রায় সময় লাগছে কম