শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর উত্তরখান থানাধীন পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হয়েছেন শান্তিনগরের হাবিবউল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়া (৫০)।

পুলিশ বলছে, ওই বাসায় সাইফুর রহমান একাই থাকতেন। দুদিন আগে তার বাসায় একজন নারী ও একজন পুরুষ এসে উঠেছিলেন। তাদের খোঁজ চলছে।

রোববার (৯ মার্চ) ভোরের দিকে রাজধানীর উত্তরখানে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেক ভিউ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর পাওয়ার পর সোমবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় হাসপাতালে মরদেহের সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয় পুলিশ।

রাতে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট মার্ডার। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ শিক্ষকের হত্যাকাণ্ডের খবরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে জড়ো হন নিহতের স্বজন, কলেজের ছাত্র ও শিক্ষকরা।

নিহতের বড় ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বলেন, সাইফুরের বাসা শান্তিনগরে। সেখানে দুই ছেলেসহ তার স্ত্রী থাকেন। তবে কয়েক মাস ধরে সাইফুর উত্তরখান এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন বলে শুনেছেন। তবে সেখানে কখনও যাননি। এ নিয়ে সাইফুরের স্ত্রী সাদিয়া রহমান বা ছেলেরা তাকে কখনও কিছু জানাননি বা অভিযোগ করেননি।

তার ভাষ্য, পারিবারিক আলোচনায় বিষয়টা নিয়ে কখনও কথা হয়নি। উত্তরখানে সাইফুরের স্ত্রীর নামে আড়াই কাঠা জমি রয়েছে বলে সবাই জানতেন। সেই জমিটি বেদখল হয়ে গিয়েছিল। তিন-চার মাস আগে জমিটি উদ্ধার করার তথ্য দিয়েছিলেন।